South Dinajpur: পাগল ষাঁড়ের গুঁতোয় ১৫ দিনে মৃত্যু ৩ জনের, আতঙ্ক বাড়েছে কুমারগঞ্জে

South Dinajpur: গত বেশ কিছুদিন ধরেই দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুর ও কুমারগঞ্জ এলাকায় ষাঁড়ের অত্যাচার বেড়েছে। যার ফলে গত ১৫ দিনে এখন পর্যন্ত তিনজনের মৃত্যু হয়েছে।

South Dinajpur: পাগল ষাঁড়ের গুঁতোয় ১৫ দিনে মৃত্যু ৩ জনের, আতঙ্ক বাড়েছে কুমারগঞ্জে
Follow Us:
| Edited By: | Updated on: Aug 23, 2022 | 8:31 PM

কুমারগঞ্জ: ষাঁড়ের (Bull) গুঁতোয় মৃত্যু হল বৃদ্ধের৷ মৃতের নাম অনিল মণ্ডল (৮৫)। বাড়ি দক্ষিণ দিনাজপুর(Dakshin Dinajpur) জেলার কুমারগঞ্জ ব্লকের বটুন গ্রাম পঞ্চায়েতের উজিরপুর এলাকায়৷ সোমবার সকালে বাড়ি থেকে বেরোনোর সময় একটি ষাঁড় এসে গুঁতো মারে অনিলবাবুকে। এমনকী যাঁড়ের গুতোয় আছাড় খেয়ে মাটিতে পড়ে গেলেও অনিলবাবুকে শিং দিয়ে লাগাতার ঘুঁতো মারতে থাকে ষাঁড়টি। দ্রুত অনিল মণ্ডলকে চিকিৎসার জন্য বালুরঘাট সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে আসা হয়। শুরু হয়েছিল চিকিৎসা। কিন্তু শেষরক্ষা হয়নি। চিকিৎসাধীন অবস্থাতেই মারা যান ওই ব্যক্তি। 

ইতিমধ্যেই পুরো ঘটনা খতিয়ে দেখতে শুরু করেছে কুমারগঞ্জ থানার পুলিশ। অনিল মণ্ডলের মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে গোটা এলাকায়। এবিষয়ে মৃতের আত্মীয় কৌশিক সরকার বলেন, “ওই এলাকায় বিগত পাঁচ-ছয় মাস ধরে একটি পাগল ষাঁড় নানা রকমভাবে অত্যাচার চালাচ্ছে। সাধারণ মানুষের পিছনে মাঝেমধ্যে ধাওয়া করছে। গতকাল অনিলবাবু বাড়ি থেকে বেরোতেই তাঁকে ষাঁড় গুঁতো মারে। মাটিতে ফেলে আছাড়ও মারে। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নিয়ে আসলে তাঁর মৃত্যু হয়।” 

একদিন আগেই কুমারগঞ্জে ষাঁড়ের গুঁতোয় এক মহিলার মৃত্যু হয়। মৃতের নাম রুঘনী টিগ্গা (৫৩)। বাড়ি কুমারগঞ্জের রাধাকৃষ্ণপুর এলাকায়। তিনিও মারা গিয়েছিলেন। কিছুদিন আগে বালুরঘাট শহরে রঘুনাথপুর এলাকায় ষাঁড়ের গুতোয় মারা যান এক গৃহ শিক্ষক। মৃতের নাম সন্দীপ বাগচী(৩৫)। বাড়ি বালুরঘাট বিশ্বাসপাড়ায়। বিগত বেশ কিছুদিন ধরেই দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুর ও কুমারগঞ্জ এলাকায় ষাঁড়ের অত্যাচার বেড়েছে। যার ফলে গত ১৫ দিনে এখন পর্যন্ত তিনজনের মৃত্যু হল। তাতেই আতঙ্ক বেড়েছে সাধারণ মানুষের মধ্যে। এলাকাবাসীদের দাবি ষাঁড়গুলিকে ধরার ব্যবস্থা নিক পুলিশ-প্রশাসন।