প্রতিবেশীদের বচসা মেটাতে গিয়ে ‘খুন’ প্রৌঢ়

দুই প্রতিবেশীর মধ্যে বচসা, থামাতে গিয়ে ধাক্কা খেতে হয় তাঁকে। চাঞ্চল্য দক্ষিণ দিনাজপুরে (South Dinajpur)।

প্রতিবেশীদের বচসা মেটাতে গিয়ে 'খুন' প্রৌঢ়
প্রতীকী চিত্র।
Follow Us:
| Updated on: Mar 07, 2021 | 6:11 PM

দক্ষিণ দিনাজপুর: দুই পরিবারের বচসা মেটাতে গিয়ে প্রতিবেশীর হাতে ‘খুন’ (Murder) এক ব্যক্তি। চাঞ্চল্য দক্ষিণ দিনাজপুরের (South Dinajpur) বালুরঘাটে। মৃত ওই ব্যক্তির নাম দীপক হালদার(৪৪)। পেশায় তিনি হিলি ব্লক অফিসের ড্রাইভার। বাড়ি বালুরঘাট শহরের খিদিরপুর হালদারপাড়া এলাকায়।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গত শুক্রবার রাতে বাড়ির পাশেই দুই প্রতিবেশী মধ্যে বিবাদ চলছিল। সেই বিবাদের মধ্যে পড়ে যান দীপক। সেই বিবাদ আটকানোর চেষ্টা করেন তিনি। অভিযোগ, বিবাদ আটকানোর চেষ্টা করার সময় তাঁকে কাজল মন্ডল নামে একজন ধাক্কা মেরে ফেলে দেয়।

রাস্তায় পড়ে যান দীপক। মারাত্মক চোট পান তিনি। চিকিৎসার জন্য প্রথমে তাঁকে বালুরঘাট জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়৷ সেখানে তাঁর শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাঁকে কলকাতায় স্থানান্তরিত করেন চিকিৎসকরা। কলকাতায় নিয়ে আসার পথেই তাঁর মৃত্যু হয়।

আরও পড়ুন: মিঠুন আসলে জলঢোড়া, জাতগোখরো হলে মোদীর পায়ে মাথা ঠেকাতো না: মদন মিত্র

মৃতের পরিবারের পক্ষ থেকে বালুরঘাট থানায় দু’জনের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করা হয়। তদন্ত শুরু করেছে বালুরঘাট থানার পুলিশ। যদিও ঘটনার পর থেকে পলাতক অভিযুক্তরা। অভিযুক্ত দু’জন কাজল মন্ডল ও সুফল সূত্রধরের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন মৃতের পরিবারের সদস্যরা।