কালিম্পঙে গানের অনুষ্ঠানে পদপিষ্ট হয়ে মৃত ২

দীর্ঘক্ষণ ধরে গেটের বাইরে অপেক্ষা করেছিলেন বহু মানুষ। সেসময় গেট খুলতেই সবাই হুড়মুড় করে অনুষ্ঠানে ঢোকার চেষ্টা করেন।

কালিম্পঙে গানের অনুষ্ঠানে পদপিষ্ট হয়ে মৃত ২
সঙ্গীতানুষ্ঠনে পদপিষ্ট হয়ে মৃত্যু
Follow Us:
| Updated on: Jan 04, 2021 | 12:45 PM

কালিম্পঙ: গানের অনুষ্ঠান চলাকালীন মেলার মাঠে গেটের সামনে প্রচণ্ড ভিড় ছিল। গেট খুলতেই ভিড়ের চাপে ধস্তাধস্তিতে পদপিষ্ঠ হয়ে মৃত্যু হল ২ জনের। আহত হয়েছেন কমপক্ষে আরও চার জন। মৃতদের নাম অনিতা ছেত্রী (৪০) ও বনিতা গুরুঙ (৪৬)। কালিম্পঙ (Kalingpong) স্টেডিয়াম মাঠে মর্মান্তিক দুর্ঘটনা।

কালিম্পঙে আয়োজিত ওই সঙ্গীতানুষ্ঠানে দার্জিলিঙ ও কালিম্পঙের খ্যাতনামা গায়করা গান করেছিলেন। শিল্পীদের নিয়ে স্থানীয়দের মধ্যে ব্যাপক উদ্দীপনা ছিল। দীর্ঘক্ষণ ধরে গেটের বাইরে অপেক্ষা করেছিলেন বহু মানুষ। সেসময় গেট খুলতেই সবাই হুড়মুড় করে অনুষ্ঠানে ঢোকার চেষ্টা করেন। তখনই দুর্ঘটনাটি ঘটে।

আরও পড়ুন: মালদায় মিটিং থেকে বাড়ি ফেরার পথে বিজেপি নেতাকে ‘ গুলি’

স্থানীয় প্রশাসন সূত্রে খবর, কালিম্পঙ স্টেডিয়ামের সেই মাঠে ২০ হাজার মানুষ জমায়েত করেছিল। অনুষ্ঠান আয়োজনের জন্য মহকুমা শাসকের অনুমতির প্রয়োজন হয়। রবিবারের সাংস্কৃতিক অনুষ্ঠানের জন্য উদ্যোক্তারা অনুমতি নিয়েছিলেন কিনা, তা খতিয়ে দেখছে পুলিস।