মৃত মইদুলের স্ত্রীকে চাকরি দিল রাজ্য সরকার, পাশে থাকার আশ্বাস

প্রতিশ্রুতি পূরণ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee), মৃতের স্ত্রীয়ের হাতে নিয়োগপত্র তুলে দিয়ে মন্তব্য মন্ত্রী শ্যামল সাঁতরার

মৃত মইদুলের স্ত্রীকে চাকরি দিল রাজ্য সরকার, পাশে থাকার আশ্বাস
নিজস্ব চিত্র
Follow Us:
| Updated on: Feb 19, 2021 | 7:50 PM

বাঁকুড়া: প্রতিশ্রুতি মাফিক মৃত মইদুল ইসলাম মিদ্যা (Moidul Islam Midya)-র পরিবারের এক সদস্যের হাতে চাকরির নিয়োগপত্র তুলে দিল রাজ্য সরকার (State Government)। নবান্ন অভিযানে গিয়ে বাম নেতা মইদুল ইসলামের মৃত্যু নিয়ে বিতর্ক অব্যাহত। এর মধ্যে শুক্রবার মইদুলের কোতুলপুরের চোরকোলা গ্রামের বাড়িতে যান স্থানীয় বিধায়ক ও রাজ্যের মন্ত্রী শ্যামল সাঁতরা (Shyamal Santra)। মইদুলের স্ত্রী মামনি ওরফে আলিয়া বেগমের হাতে কোতুলপুর থানায় হোমগার্ড কাজের নিয়োগপত্র তুলে দেন তিনি। মন্ত্রী ছাড়াও উপস্থিত ছিলেন জেলাশাসক কে রাধিকা আইয়ার, পুলিশ সুপার কোটেশ্বর রাও-সহ অন্যান্য সরকারি আধিকারিক।

চাকরি পেয়ে মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানিয়েছেন মইদুলের স্ত্রী। মইদুলের পরিবারের অন্যান্য সদস্যও খুশি বলে জানান। তবে মামনি তাঁর কর্মস্থল বাড়ির আরও কাছে হলে ভালো হত বলে জানান। মন্ত্রী শ্যামল সাঁতরার কথায়, মুখ্যমন্ত্রী তাঁর কথা রেখেছেন। মইদুলের স্ত্রীকে আজই কোতুলপুর থানায় হোমগার্ডের নিয়োগপত্র তুলে দেওয়া হল। মইদুলের সন্তানদেরও দায়িত্ব নিচ্ছি আমরা। মইদুলের পরিবারের পাশে আছে প্রশাসন।

আরও পড়ুন: বনকর্মী নিয়োগ: আশ্বাস মিললেও চাকরি মেলেনি, আমরণে অনশনে বসলেন বিশ্বদীপ

প্রসঙ্গত, গত ১১ নভেম্বর বাম ছাত্র যুব সংগঠন গুলির ডাকে ‘নবান্ন চলো’ কর্মসূচিতে যোগ দিয়ে গুরুতর আহত হন ডিওয়াইএফআই (DYFI) গোপীনাথপুর অঞ্চল কমিটির সম্পাদক মইদুল ইসলাম মিদ্যা। পরে চিকিৎসাধীন অবস্থায় কলকাতার এক বেসরকারি হাসপাতালে মৃত্যু হয় তাঁর। বামেদের তরফে পুলিশের হাতে আক্রান্ত হয়ে তাদের ঐ কর্মীর মৃত্যু হয়েছে বলে অভিযোগ করা হয়। আঙুল ওঠে মমতার সরকারের পুলিশের দিকে। এদিকে মুখ্যমন্ত্রী এই মৃত্যুর ঘটনায় দুঃখপ্রকাশ করে মইদুলের স্ত্রীকে চাকরির প্রতিশ্রুতি দেন। এদিন সেই প্রতিশ্রুতি মাফিক আলিয়া বেগমের হাতে চাকরির নিয়োগপত্র তুলে দিলেন রাজ্যের মন্ত্রী।