যেন বলিউড ছবির চিত্রনাট্য, সিবিআই সেজে ২৫ লাখ টাকা নিয়ে চম্পট দিল চারজন

যে সময় এই ঘটনা ঘটে, তখন দোকানে দাঁড়িয়ে অন্য এক ব্যক্তি টাকা ভাঙাচ্ছিলেন। যাওয়ার সময় তাঁকেও গাড়িতে তুলে নিয়ে চলে যায় ভুয়ো সিবিআই-র দল৷ এরপর রাস্তায় ফেলে দিয়ে পালিয়ে যায় তাঁকে৷ পরে পুলিশ গিয়ে উদ্ধার করে৷

যেন বলিউড ছবির চিত্রনাট্য, সিবিআই সেজে ২৫ লাখ টাকা নিয়ে চম্পট দিল চারজন
নিজস্ব চিত্র
Follow Us:
| Updated on: Apr 12, 2021 | 7:15 PM

কলকাতা: যেন হুবহু অক্ষয় কুমারের বলিউড ছবির চিত্রনাট্য। সিবিআই অফিসারদের বেশ ধারণ করে হানা দিয়ে বিরাট অঙ্কের টাকা লুঠ করে চম্পট দিল দুষ্কৃতীরা। ঘটনার জেরে তীব্র চাঞ্চল্য ছড়াল এলাকাজুড়ে। চমকপ্রদ ঘটনাটি ঘটেছে বারুইপুর থানা এলাকার সীতাকুণ্ডুতে।

এই ঘটনাই মনে করিয়ে দিয়েছে বছর কয়েক আগে অক্ষয়ের ছবি ‘স্পেশাল ২৬’-এর কথা। যেখানে সিবিআই অফিসার সেজে নানা জায়গায় হানা দিয়ে বেআইনি সম্পত্তি বাজেয়াপ্ত করা হত। যতক্ষণে জানা যেত যে যারা এসেছিলেন তাঁরা ভুয়ো সিবিআই অফিসার, ততক্ষণে হয়ত সম্পত্তি নিয়ে রাজ্য ছেড়ে ভিনরাজ্যে পাড়ি দিয়েছেন ভুয়ো সিবিআই আধিকারিকরা। ঠিক একই ঘটনা পুনরাবৃত্তি এ বার দেখতে পাওয়া গেল বারুইপুরে।

পেশায় চাল ব্যবসায়ী সীতাকুণ্ডুর সুজাউদ্দিন। সোমবার দুপুর ১টা নাগাদ দোকানেই বসে ছিলেন। তখনই একটি মারুতি গাড়িতে করে চারজন লোক আসে৷ আচমকা পৌঁছে তাঁরা সিবিআই পরিচয় দিয়ে দোকানের শাটার নামিয়ে দেয় বলে অভিযোগ৷ তারপর দোকানের ভেতরে ঢুকে বন্দুক দেখিয়ে সুজাউদ্দিনের কাছ থেকে ২৫ লাখ টাকা নিয়ে পালিয়ে যায় বলে অভিযোগ৷

আরও পড়ুন: শীতলকুুচি নিয়ে চাঞ্চল্যকর তথ্য, ওয়েব কাস্টিং হয়নি ১২৬ নম্বর বুথে

যে সময় এই ঘটনা ঘটে, তখন দোকানে দাঁড়িয়ে অন্য এক ব্যক্তি টাকা ভাঙাচ্ছিলেন। যাওয়ার সময় তাঁকেও গাড়িতে তুলে নিয়ে চলে যায় ভুয়ো সিবিআই-র দল৷ এরপর রাস্তায় ফেলে দিয়ে পালিয়ে যায় তাঁকে৷ পরে পুলিশ গিয়ে উদ্ধার করে৷

এই ঘটনায় বারুইপুর থানায় অভিযোগ দায়ের করা হয়েছে৷ পুলিশের অবশ্য বক্তব্য, ২৫ নয়, ১৫ লাখ টাকা নিয়ে চম্পট দেওয়া হয়েছে৷ বন্দুক দেখিয়ে টাকা নিয়ে যাওয়ার অভিযোগ উড়িয়ে দিয়েছে পুলিশ৷ সিসিটিভি ফুটেজ দেখে তদন্ত শুরু করেছে বারুইপুর থানার পুলিশ।

আরও পড়ুন: বেলাগাম করোনা, ‘বেড নেই, হুড়হুড় করে রোগী ঢুকছে’ বেলেঘাটা আইডিতে