Kalyan Banerjee: ‘ভবানীপুর পরে দেখবি আগে শ্রীরামপুরে আয়…’, নাম না করে শুভেন্দুকে চ্যালেঞ্জ কল্যাণের
Kalyan Banerjee On Suvendu Adhikari: বিজয়া সম্মিলনী শুভেন্দু অধিকারীর মন্তব্যের পাল্টা কল্যাণ বললেন, "ভবানীপুর পরে দেখবি আগে শ্রীরামপুরে আয়, তোর যদি হিম্মত থাকে আগে আয় শ্রীরামপুরে।" তাঁর আরও সংযোজন, "মেদিনীপুর থেকে বেরিয়ে আয়, দেখি তোর কত হিম্মত, হাফ প্যান্ট, পরে ঘরে পাঠাব, কত বড় বিজেপির নেতা হয়েছে দেখব।"

হুগলি: সুকান্ত মজুমদারকে হুঁশিয়ারি দিয়েই ক্ষান্ত হননি, এবার নাম না করে রাজ্য বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকেও চ্যালেঞ্জ শ্রীরামপুরের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। ভবানীপুর আসন নিয়ে ডানকুনির বিজয়া সম্মিলনী শুভেন্দু অধিকারীর মন্তব্যের পাল্টা কল্যাণ বললেন, “ভবানীপুর পরে দেখবি আগে শ্রীরামপুরে আয়, তোর যদি হিম্মত থাকে আগে আয় শ্রীরামপুরে।” তাঁর আরও সংযোজন, “মেদিনীপুর থেকে বেরিয়ে আয়, দেখি তোর কত হিম্মত, হাফ প্যান্ট, পরে ঘরে পাঠাব, কত বড় বিজেপির নেতা হয়েছে দেখব।”
উল্লেখ্য, আজই সুকান্ত মজুমদারকে বেলাগাম আক্রমণ করেছেন কল্যাণ। SIR ইস্যু নিয়ে কল্যাণ বলেন, “বেআইনি করুক না। একটা ভোটারকে বাদ দিয়ে দেখুক। স্তব্ধ করে দেব কমিশন। ওই ছোড়াটা…যেটা মন্ত্রী হয়েছে… দেখ না CISF কোথায় গুলি ছোড়ে। বালুরঘাটে ঢুকেছে, দশ হাজার ভোটে জিতেছে…এবার দেখছি আমরা। CISF দিয়ে গুলি চালাবে বলছে। অত বড় হিম্মত। বাংলার মানুষকে চিনিস না…ওই দু’চারটে সুকান্ত…হাওয়া দিয়ে উড়ে যাবে। আয় না একবার বক্তৃতা দিতে আমাদের এখানে। আয় তুই শ্রীরামপুরে। তারপর তুই ঘরে ফিরিস কীভাবে দেখব।”
তারপর ভবানীপুর সিট নিয়ে নাম না করে শুভেন্দু অধিকারীকে আক্রমণ। শুভেন্দু বলেন, “ভবনীপুর আসন তৃণমূলের জন্য নিরাপদ ছিল না, আজও নেই। কারণ ভবানীপুরে সংখ্যালঘু আসন মাত্র ২০ শতাংশ। তাও চেতলার ৭৭ নম্বর ওয়ার্ডের ১৭ হাজার ভোট লিড নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বা তাঁর দল ৭ হাজার ৮০০ ভোটে জিতেছে। SIRএ বাংলাদেশি সংখ্যালঘুদের নাম বাদ চলে যাওয়ার পরে ওই আসনেও লিড পাবে না।” আসলে SIR আবহে ভবানীপুরের ‘আউটসাইডার’ তত্ত্ব খাড়া করে মুখ্যমন্ত্রী অভিযোগ করেন, অনেক এলাকায় গরিব মানুষের বস্তি ভেঙে দিয়ে বড় বাড়ি তৈরি হচ্ছে। এ ভাবে ভোটারদের তাড়িয়ে দেওয়া হচ্ছে।
বিশ্লেষকদের কথায়, SIR আবহে মমতার এহেন মন্তব্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ। যেখানে ভোটার তালিকা পরিমার্জনের প্রস্তুতি শুরু হচ্ছে, সেখানে নতুন ভোটার এবং তাঁরা কারা, আর কাদের নাম বাদ যাচ্ছে, সেই বিষয়টি অত্যন্ত গুরুত্ব দিয়ে দেখার বার্তা দিয়েছেন মমতা। তার প্রেক্ষিতেই শুভেন্দুর এহেন মন্তব্য। আর তারই পাল্টা দিলেন কল্যাণ।
