AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Suvendu Adhikari: এবার ১ কোটি নয়, ২ কোটি ৪০ লক্ষের নাম বাদ যাওয়ার ইঙ্গিত দিলেন শুভেন্দু

Suvendu Adhikari On SIR: SIR আবহে প্রথম থেকেই শুভেন্দু দাবি করে আসছিলেন, অনুপ্রবেশকারী সংখ্যালঘুদের নাম বাদ যাবে। সেক্ষেত্রে এই পরিসংখ্যান এক কোটির আশপাশে ঘোরাফেরা করছিল। শুভেন্দু বলেছিলেন, " সঠিক ভাবে SIR হলে, গত ১০-১২ বছরে যেভাবে বাংলাদেশি মুসলমান ঢুকেছে, তাতে ১ কোটিরও বেশি নাম বাদ যাওয়া উচিত।"

Suvendu Adhikari: এবার ১ কোটি নয়, ২ কোটি ৪০ লক্ষের নাম বাদ যাওয়ার ইঙ্গিত দিলেন শুভেন্দু
পুড়শুড়ায় শুভেন্দু অধিকারীImage Credit: TV9 Bangla
| Edited By: | Updated on: Oct 17, 2025 | 10:45 PM
Share

পুড়শুড়া: এতদিন সংখ্যাটা ছিল এক কোটি। এবার ২ কোটি ৪০ লক্ষ! SIR হলে ২ কোটি ৪০ লক্ষ নাম যাওয়ার ইঙ্গিত দিলেন রাজ্য বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। পুড়শুড়ায় বিজেপির জেলা সাংগঠনিক কমিটির বিজয়া সম্মিলনী অনুষ্ঠানে যোগ দিয়ে শুভেন্দু বলেন, “২ কোটি ৪০ লক্ষ লিঙ্ক হয়নি। এরা ভারতীয় নয়। এস আই আর হল সেমিফাইনাল। প্রত্যেকের নাম বাদ যাবে।” সঙ্গে তিনি এও আশ্বস্ত করেছেন, এরা কেউই ভারতীয় সংখ্যালঘু নন। প্রত্যেকেই অনুপ্রবেশকারী। ভারতীয় সংখ্যালঘুদের কোনও ভয় নেই বলে অভয় দেন তিনি।

প্রসঙ্গত, বছর ঘুরলেই বাংলায় মহাযজ্ঞ। তার আগে রাজ্যে এসে পৌঁছেছে নির্বাচন কমিশনের বিশেষ টিম। কোলাঘাটে পূর্ব মেদিনীপুর, বাঁকুড়া, ঝাড়গ্রাম নিয়ে বৈঠক করেন তাঁরা। বৈঠকে SIR নিয়ে প্রস্তুত থাকতে নির্দেশ দেওয়া হয়েছে জেলাগুলিকে।

SIR আবহে প্রথম থেকেই শুভেন্দু দাবি করে আসছিলেন, অনুপ্রবেশকারী সংখ্যালঘুদের নাম বাদ যাবে। সেক্ষেত্রে এই পরিসংখ্যান এক কোটির আশপাশে ঘোরাফেরা করছিল। শুভেন্দু বলেছিলেন, ” সঠিক ভাবে SIR হলে, গত ১০-১২ বছরে যেভাবে বাংলাদেশি মুসলমান ঢুকেছে, তাতে ১ কোটিরও বেশি নাম বাদ যাওয়া উচিত।”

যা নিয়ে কম প্রশ্ন তোলেননি শাসক নেতারা। SIR হওয়ার আগেই শুভেন্দু কীভাবে এই সংখ্যা বলে দিতে পারেন, তা নিয়ে প্রশ্ন তোলেন খোদ তৃণমূল মুখপাত্র জয়প্রকাশ মজুমদার। তিনি প্রশ্ন তুলেছিলেন, “এর আগে নাগরিকত্ব সংশোধনী আইন বার করেছিল, ২০১৪ পর্যন্ত যাঁরা ভারতে এসেছেন, তাঁদের আর অনুপ্রবেশকারী বলা যাবে না। ২০১৪-র পর থেকে আজ পর্যন্ত তাহলে কি এক কোটি লোক ঢুকেছে? ওদের ঘোষণা অনুযায়ী, এক কোটি অনুপ্রবেশকারী যে ২০১৪-র পর থেকে ঢুকল, তখন বর্ডার সিকিউরিটি ফোর্স কী করল?”

কিন্তু এই সংখ্যা হলে গেল এবার দ্বিগুণেরও বেশি। শুভেন্দু পুড়শুড়ায় দাঁড়িয়ে বললেন, “SIR নিয়ে তৃণমূলের মাথাটাই গিয়েছে। ভয় পাওয়ার কিছুই নেই। যারা ভারতীয় নয়, তাদের নাম বাদ যাবে। ভারতীয় মুসলমানদের কোন ভয় নেই। আপনারা কাগজ দেখিয়ে দেবেন। সর্বত্র অনুপ্রবেশকারী। এরাই মানচিত্রটা বদলে দিয়েছে।” প্রসঙ্গ ক্রমে তিনি বলেন, “২ কোটি ৪০ লক্ষ লিঙ্ক হয়নি। এরা ভারতীয় নয়।”

যদিও এ প্রসঙ্গে তৃণমূল মুখপাত্র অরূপ চক্রবর্তী বলেন, “আসলে বিজেপি ২ কোটি কম ভোট পেয়েছিল। যে ভোট পায়নি, সেই ভোটারটাকে বাদ দিয়ে দেবে আগে। বাংলার বুকে বিজেপির আর কোনও অস্তিত্ব রাখবে না। আগে নিজের জায়গা বাঁচাক। প্রথমে বলল ১ কোটি নাম বাদ যাবে, তারপর বলল, ১ কোটি ২০ লক্ষ, এখন বলছে ২ কোটি ২৫ লক্ষ নাম বাদ যাবে! এ কি কোনও সুস্থতার লক্ষণ?”