PM Narendra Modi: রামকৃষ্ণ মিশনের ১২৫ তম প্রতিষ্ঠা দিবসের অনুষ্ঠানে থাকতে পারেন প্রধানমন্ত্রী

TV9 Bangla Digital | Edited By: Soumya Saha

Dec 26, 2021 | 9:32 PM

125th foundation day of Ramakrishna Mission: ২০২২ সালের ১ মে বেলুড় মঠে এই অনুষ্ঠানের উদ্বোধনে আসতে পারেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও। শ্রী সারদা মায়ের ১৬৯তম জন্মতিথিতে এমনটাই জানিয়েছেন রামকৃষ্ণ মঠ ও মিশনের সাধারণ সম্পাদক স্বামী সুবীরানন্দজী মহারাজ।

PM Narendra Modi: রামকৃষ্ণ মিশনের ১২৫ তম প্রতিষ্ঠা দিবসের অনুষ্ঠানে থাকতে পারেন প্রধানমন্ত্রী
বেলুড়ের অনুষ্ঠানে থাকতে পারেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী

Follow Us

হাওড়া: রামকৃষ্ণ মঠ ও মিশনের ১২৫ তম প্রতিষ্ঠা দিবস উপলক্ষে এক বছর ব্যাপী উদযাপন হবে বিভিন্ন ধর্মীয় ও সামাজিক অনুষ্ঠান। বেলুড় মঠ সহ রামকৃষ্ণ মঠ ও মিশনের গোটা দেশে ছড়িয়ে থাকা বিভিন্ন শাখায় এই অনুষ্ঠানে সহায়তা করবে কেন্দ্রীয় সরকার। কেন্দ্রীয় সরকার ও বেলুড় মঠের যৌথ উদ্যোগে এক বছর ব্যাপী পালিত হবে ১২৫ তম প্রতিষ্ঠা দিবস উদযাপনের অনুষ্ঠান। এমনকী ২০২২ সালের ১ মে বেলুড় মঠে এই অনুষ্ঠানের উদ্বোধনে আসতে পারেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও। শ্রী সারদা মায়ের ১৬৯তম জন্মতিথিতে এমনটাই জানিয়েছেন রামকৃষ্ণ মঠ ও মিশনের সাধারণ সম্পাদক স্বামী সুবীরানন্দজী মহারাজ।

রবিবার তিনি আরও জানিয়েছেন, কন্যাকুমারী, গুজরাট থেকে অরুণাচল প্রদেশ সব জায়গায় মঠ ও মিশনের প্রতিটি শাখায় ১২৫ বছর পূর্তির অনুষ্ঠান উদযাপিত হবে। আগামী বছরের ১ মে থেকে ২০২৩ সালের ১ মে পর্যন্ত, এক বছর ব্যাপী নানা ধর্মীয় ও সামাজিক অনুষ্ঠান চলবে। ঠাকুর রামকৃষ্ণ, মা সারদা দেবী ও স্বামী বিবেকানন্দের বাণী আরও বেশী করে মানুষের মধ্যে প্রচার করা হবে। তাঁদের ইতিহাস, জীবনদর্শন নিয়ে আরও বেশী করে চর্চা হবে।

রামকৃষ্ণ মঠ ও মিশন কী এ ব্যাপারে কেন্দ্রীয় সরকারের সহযোগীতা চেয়েছিল? এই প্রশ্নের উত্তরে স্বামী সুবীরানন্দ বলেন, “আমরা কোনও সময়ই সরকারকে অনুরোধ করি না। আমাদের প্রতিষ্ঠানের ১২৫ বছর পূর্তি, তার জন্য সরকারকে বলার কোনও প্রাসঙ্গিকতা বা প্রেক্ষাপট আছে বলে আমরা মনে করি না। ভারত সরকারই বিষয়টি নিয়ে ভেবেছেন। ভারত সরকারের সঙ্গে রামকৃষ্ণ মিশনের যৌথ প্রয়াসে সারা ভারতে ১২৫ বছরের অনুষ্ঠান উদযাপিত হবে। এ ধরনের একটি বিচক্ষন সিদ্ধান্ত ভারত সরকার নেওয়ায় আমরা অত্যন্ত খুশি।”

তিনি আরও জানিয়েছেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই এক বছর ব্যাপী অনুষ্ঠানের উদ্বোধনের দিন যোগ দিতে পারেন। তিনি যদি যোগ দেন তাহলে রামকৃষ্ণ মিশন তাঁকে সাদরে আমন্ত্রণ জানাবে। ১২৫ বছর উদযাপন অনুষ্ঠানের সূচনা হবে ২০২২ সালের ১ মে এবং সমাপ্তি অনুষ্ঠান হবে ২০২৩ সালের ১ মে।

প্রসঙ্গত, ১৮৯৭ সালের ১ মে রামকৃষ্ণ মঠ ও মিশন প্রতিষ্ঠিত হয়। স্বামী সুবীরানন্দ এদিন আরও জানান, “রামকৃষ্ণ মঠ ও মিশন একটি সংস্থা। সংস্থাটি ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলন, ভারতের নবজাগরণ থেকে শুরু করে সবকিছুতে অংশগ্রহণ করেছে। এই সংস্থা সর্বধর্ম সমম্বয় বিশ্বাস করে। রামকৃষ্ণ মঠ ও মিশনের অসংখ্য ভক্তদের সহায়তায় অনুষ্ঠানটি উদযাপিত হবে। আজকের দিনে ও আগামী দিনের ইতিহাসে রামকৃষ্ণের পথচলা সারা বিশ্বের কাছে একটি গুরুত্বপূর্ণ অধ্যায় হবে।”

আরও পড়ুন : PM Modi to visit Tripura: নতুন বছরেই ত্রিপুরায় প্রধানমন্ত্রী, উদ্বোধন করবেন আগরতলা বিমানবন্দরের নবনির্মিত টার্মিনাল ভবনের

Next Article