Santragachi: স্টেশনে ঢোকার মুখেই চলন্ত ট্রেনের বগি খুলে গেল, ইঞ্জিন গেল এগিয়ে, ভয়ঙ্কর ঘটনা সাঁতরাগাছিতে

Santragachi: ঘটনার কারণ সম্পর্কে এখনও কিছু জানা যায়নি।

| Edited By: | Updated on: Jan 08, 2023 | 11:15 AM
সাঁতরাগাছি স্টেশনে সবেমাত্র ঢুকবে হাওড়া-তিতলাগর ইস্পাত এক্সপ্রেস।  আচকমকাই বিশাল ঝাঁকুনি। ট্রেনের মধ্যে যাত্রীরা কিছুটা ছিটকে পড়েন।

সাঁতরাগাছি স্টেশনে সবেমাত্র ঢুকবে হাওড়া-তিতলাগর ইস্পাত এক্সপ্রেস। আচকমকাই বিশাল ঝাঁকুনি। ট্রেনের মধ্যে যাত্রীরা কিছুটা ছিটকে পড়েন।

1 / 5
প্রথমটায় যাত্রীরা বুঝতেই পারেননি কী হয়েছে। কারণ ট্রেন ততক্ষণে দাঁড়িয়ে গিয়েছে। সামনের দিকের বগির যাত্রীরা দেখতে পান, ট্রেনের ইঞ্জিন-সহ দুটি বগি ততক্ষণে এগিয়ে গিয়েছে বেশ কয়েক কিলোমিটার দূরে।

প্রথমটায় যাত্রীরা বুঝতেই পারেননি কী হয়েছে। কারণ ট্রেন ততক্ষণে দাঁড়িয়ে গিয়েছে। সামনের দিকের বগির যাত্রীরা দেখতে পান, ট্রেনের ইঞ্জিন-সহ দুটি বগি ততক্ষণে এগিয়ে গিয়েছে বেশ কয়েক কিলোমিটার দূরে।

2 / 5
হাওড়া থেকে ছাড়ার পর সাঁতরাগাছি স্টেশনে ঢোকার আগে তিন নম্বর আপ লাইনে চলন্ত হাওড়া-তিতলাগর ইস্পাত এক্সপ্রেসের বগি খুলে যায়। যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

হাওড়া থেকে ছাড়ার পর সাঁতরাগাছি স্টেশনে ঢোকার আগে তিন নম্বর আপ লাইনে চলন্ত হাওড়া-তিতলাগর ইস্পাত এক্সপ্রেসের বগি খুলে যায়। যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

3 / 5
বেশ কিছুক্ষণ রেললাইনের ওপরেই দাঁড়িয়েছিল ট্রেনটি। পরবর্তীকালে রেলের ইঞ্জিনিয়াররা খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয়। শেষ পাওয়া খবর অনুযায়ী,  বগিকে আবার ট্রেনের সঙ্গে সংযোগ করার প্রক্রিয়া শুরু হয়েছে।

বেশ কিছুক্ষণ রেললাইনের ওপরেই দাঁড়িয়েছিল ট্রেনটি। পরবর্তীকালে রেলের ইঞ্জিনিয়াররা খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয়। শেষ পাওয়া খবর অনুযায়ী, বগিকে আবার ট্রেনের সঙ্গে সংযোগ করার প্রক্রিয়া শুরু হয়েছে।

4 / 5
রেল কর্মী ও ইঞ্জিনিয়াররা তৎপরতার সঙ্গে কাজ শুরু করেছেন। কাপলিং যুক্ত করে  দুটো বগিকে  সাঁতরাগাছি স্টেশনে ফিরিয়ে আনা হয়েছে। সেখানেই মেরামতি চলছে। রেলের তরফে যাত্রীদের উদ্দেশে মাইকিং করা হচ্ছে, ট্রেনটির মেরামতিতে আরও বেশ কিছু সময় লাগবে। যাত্রীরা মধ্যে বিভ্রান্তি তৈরি হয়েছে। ঘটনার কারণ সম্পর্কে এখনও কিছু জানা যায়নি। দক্ষিণ পূর্ব রেলের সিপিআরও আদিত্য চৌধুরী বলেন, "এটা দুর্ঘটনা নয়। কেবল দুটো বগি খুলে গিয়েছে। যান্ত্রিক কোনও ক্রটি কিনা, তা পুরো তদন্ত করে দেখা হবে। কোচের স্যাম্পেল ল্যাবে পাঠানো হচ্ছে। মেটারিয়্যাল সংক্রান্ত কোনও সমস্যা থাকলে পুরোটাই তদন্ত হবে।"

রেল কর্মী ও ইঞ্জিনিয়াররা তৎপরতার সঙ্গে কাজ শুরু করেছেন। কাপলিং যুক্ত করে দুটো বগিকে সাঁতরাগাছি স্টেশনে ফিরিয়ে আনা হয়েছে। সেখানেই মেরামতি চলছে। রেলের তরফে যাত্রীদের উদ্দেশে মাইকিং করা হচ্ছে, ট্রেনটির মেরামতিতে আরও বেশ কিছু সময় লাগবে। যাত্রীরা মধ্যে বিভ্রান্তি তৈরি হয়েছে। ঘটনার কারণ সম্পর্কে এখনও কিছু জানা যায়নি। দক্ষিণ পূর্ব রেলের সিপিআরও আদিত্য চৌধুরী বলেন, "এটা দুর্ঘটনা নয়। কেবল দুটো বগি খুলে গিয়েছে। যান্ত্রিক কোনও ক্রটি কিনা, তা পুরো তদন্ত করে দেখা হবে। কোচের স্যাম্পেল ল্যাবে পাঠানো হচ্ছে। মেটারিয়্যাল সংক্রান্ত কোনও সমস্যা থাকলে পুরোটাই তদন্ত হবে।"

5 / 5
Follow Us: