Howrah: ‘আজ না পথে নামলে কবে নামব?’, ‘ফতোয়া’ উড়িয়েই পথে শিক্ষিকা, পড়ুয়ারা

Hooghly: চুঁচুড়ার হুগলি গার্লস হাইস্কুলের প্রাক্তনী, বর্তমান পড়ুয়া সকলেই স্কুলের সামনে থেকে আরজি করকাণ্ডের বিচার চেয়ে পদযাত্রা করেন। পিপুলপাতি মোড়ে বিবেকানন্দ মূর্তির সামনে জমায়েত করেন তাঁরা। হাওড়ার তিন স্কুলকে শোকজ করার প্রতিবাদ জানান বিক্ষোভে যোগ দেওয়া প্রতিবাদীরা।

Howrah: 'আজ না পথে নামলে কবে নামব?', 'ফতোয়া' উড়িয়েই পথে শিক্ষিকা, পড়ুয়ারা
প্রতিবাদে শিক্ষিকারাও।
Follow Us:
| Edited By: | Updated on: Aug 24, 2024 | 5:55 PM

হুগলি: শিক্ষা দফতরের কোপে পড়েছে হাওড়ার তিনটি হাই স্কুল। অভিযোগ, শুক্রবার হাওড়ার বলুহাটি হাই স্কুল, বলুহাটি গার্লস হাই স্কুল এবং ব্যাটরার রাজলক্ষ্মী বালিকা বিদ্যালয় থেকে আরজি করকাণ্ডে বিচারের দাবি নিয়ে শিক্ষক-শিক্ষিকা এবং ছাত্র-ছাত্রীরা প্রতিবাদ মিছিল করে। এরপরই ডিসট্রিক্ট ইন্সপেক্টর তিনটি হাইস্কুলের প্রধানকে কারণ দর্শানোর চিঠি পাঠান। ২৪ ঘণ্টার মধ্যে জবাব দিতে বলেন। এবার পথে  পাশের জেলা হুগলির একটি স্কুলের শিক্ষিকা, অভিভাবকরা।

হুগলি গার্লস হাইস্কুলের প্রাক্তনী, বর্তমান পড়ুয়া সকলেই স্কুলের সামনে থেকে আরজি করকাণ্ডের বিচার চেয়ে পদযাত্রা করেন। পিপুলপাতি মোড়ে বিবেকানন্দ মূর্তির সামনে জমায়েত করেন তাঁরা। হাওড়ার তিন স্কুলকে শোকজ করার প্রতিবাদ জানান বিক্ষোভে যোগ দেওয়া প্রতিবাদীরা।

এক ছাত্রীর মা জানান, মেয়েরা কেউ তো স্কুলের পোশাক পরে আসেনি। স্কুলের সময়েও আসেনি। প্রতিবাদ তো জানাতেই হবে। এখনও মুখ না খুললে, আমাদের সন্তানদেরও সুরক্ষা তো প্রশ্নের মুখে পড়বে। তাই স্কুল ছুটির পরই প্রতিবাদ জানানো হয়েছে।

প্রাক্তনীদের বক্তব্য, কোনওভাবেই মানুষের প্রতিবাদকে আটকানো যাবে না। হুগলি গার্লস স্কুলের শিক্ষিকা কুমকুম বন্দ্যোপাধ্যায় ও শিউলি বড়াল জানান, দোষীদের কঠোর শাস্তিই একমাত্র দাবি। তার জন্যই পথে নামা। শিউলি বড়াল বলেন, “একজন শিক্ষিকা হিসাবে বলতে পারি এই প্রতিবাদ প্রত্যেকটা মেয়ের প্রত্যেকটা মায়ের করা উচিত। ধর্ষক যাতে অপরাধ করার আগে দশবারভাবে। প্রতিবাদে আমরা ছাত্রীদের পাশে না থাকি সেটা তো অধর্ম হবে।”