Elephant: শুঁড় দুলিয়ে আচমকা মন্দিরে ঢুকল দাঁতাল, তারপর…

Elephant: যার জেরে আতঙ্ক ছড়াল ডুয়ার্সের মেটলি এলাকায়।

| Edited By: | Updated on: Jan 03, 2023 | 2:31 PM
মন্দির চত্বরে ঢুকে পরলো দলছুট হাতি। যার জেরে আতঙ্ক ছড়াল ডুয়ার্সের মেটলি এলাকায়।

মন্দির চত্বরে ঢুকে পরলো দলছুট হাতি। যার জেরে আতঙ্ক ছড়াল ডুয়ার্সের মেটলি এলাকায়।

1 / 5
ঘটনাটি মেটেলি ব্লকের লাটাগুড়ি বনাঞ্চল সংলগ্ন বড়োদিঘি চা বাগানের। এ দিন, কখনও চা বাগান ও কখনও বা শ্রমিকদের থাকার এলাকায় দাপিয়ে বেড়ায় হাতিটি। যদিও ওই দাঁতাল কোনও ক্ষতি করে নি।

ঘটনাটি মেটেলি ব্লকের লাটাগুড়ি বনাঞ্চল সংলগ্ন বড়োদিঘি চা বাগানের। এ দিন, কখনও চা বাগান ও কখনও বা শ্রমিকদের থাকার এলাকায় দাপিয়ে বেড়ায় হাতিটি। যদিও ওই দাঁতাল কোনও ক্ষতি করে নি।

2 / 5
জানা গিয়েছে, সোমবার রাত্র্রিবেলা একটি হাতি চা বাগান হয়ে আসে বাগানের ফ্যাক্টরি সামনে শিবমন্দির লাইনে। দীর্ঘক্ষণ হাতিটি শিব মন্দিরের পাশে দাঁড়িয়ে আশ্রয় নেয়।

জানা গিয়েছে, সোমবার রাত্র্রিবেলা একটি হাতি চা বাগান হয়ে আসে বাগানের ফ্যাক্টরি সামনে শিবমন্দির লাইনে। দীর্ঘক্ষণ হাতিটি শিব মন্দিরের পাশে দাঁড়িয়ে আশ্রয় নেয়।

3 / 5
স্থানীয় বাসিন্দারা চিৎকার চেঁচামেচি করে হাতিটিকে চা বাগানে পাঠিয়ে দেয়। রাতভর হাতিটি চা বাগানেই ছিল।

স্থানীয় বাসিন্দারা চিৎকার চেঁচামেচি করে হাতিটিকে চা বাগানে পাঠিয়ে দেয়। রাতভর হাতিটি চা বাগানেই ছিল।

4 / 5
গড়বেতায় ফের ঢুকল হাতির পাল

গড়বেতায় ফের ঢুকল হাতির পাল

5 / 5
Follow Us: