রোগিণীর সঙ্গে ‘অশালীন আচরণ’! কেন্দ্রীয় জওয়ানকে ঘিরে বিক্ষোভ গ্রামবাসীদের

Molestation Case: স্থানীয়রা জানিয়েছেন, বুধবার রাত দশটা নাগাদ বুড়িঝোর সেনাছাউনির ১৮৪ নম্বর ক্যাম্পের জওয়ানরা ওদোলচুয়া স্বাস্থ্য়কেন্দ্রে ডাক্তার দেখাতে আসেন।

রোগিণীর সঙ্গে 'অশালীন আচরণ'! কেন্দ্রীয় জওয়ানকে ঘিরে বিক্ষোভ গ্রামবাসীদের
বিক্ষোভ গ্রামবাসীদের, নিজস্ব চিত্র
Follow Us:
| Edited By: | Updated on: Jul 28, 2021 | 11:24 PM

ঝাড়গ্রাম: চিকিত্‍সা করানোর ফাঁকে এক রোগিণীর সঙ্গে অশালীন আচরণ করার অভিযোগে এক কেন্দ্রীয় জওয়ানকে (CRPF) ঘিরে বিক্ষোভ দেখাতে শুরু করেন গ্রামবাসীরা। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে বেলপাহাড়ি থানার শিমূলপাল জিপির ওদোলচুয়া প্রাথমিক স্বাস্থ্য়কেন্দ্রে। ঘটনায় তীব্র উত্তেজনা ছড়িয়েছে এলাকায়।

স্থানীয়রা জানিয়েছেন, বুধবার রাত দশটা নাগাদ বুড়িঝোর সেনাছাউনির ১৮৪ নম্বর ক্যাম্পের জওয়ানরা (CRPF) ওদোলচুয়া স্বাস্থ্য়কেন্দ্রে ডাক্তার দেখাতে আসেন। তাঁরা সংখ্যায় ৭ জন ছিলেন। মূলত, স্বাস্থ্য়পরীক্ষা করাতেই এসেছিলেন ওই জওয়ানরা। সেই সময়ের ওই ৭ জনের মধ্যে এক জওয়ান হাসপাতালেরই এক রোগিণীর সঙ্গে অশালীন আচরণ করেন বলে অভিযোগ। রোগিণীর চিত্‍কারে সঙ্গে সঙ্গে ছুটে আসেন সকলে। খবর পেয়েই ওই জওয়ানদের ঘিরে ধরেন গ্রামবাসীরা। স্বাস্থ্যকেন্দ্রের বাইরে রীতিমতো লাঠি হাতে বিক্ষোভ দেখাতে শুরু করেন গ্রামবাসীরা। তাঁদের অভিযোগ, দেশের জন্য যাঁরা কাজ করেন, তাঁরা কেন এমন নিন্দনীয় আচরণ করবেন? পাশাপাশি, গ্রামবাসীরা এও দাবি তোলেন ওই জওয়ানকে উপযুক্ত শাস্তি দিতে হবে। গ্রামবাসীদের বিক্ষোভের জেরে উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি। ঘটনাস্থলে এসে পৌঁছয় বেলপাহাড়ি থানার পুলিশ।

বেলপাহাড়ি থানার এস আই বিশ্বজিত্‍ গুহ জানিয়েছেন, এখনও পর্যন্ত ওই রোগিণীর সঙ্গে কথা বলা সম্ভব হয়নি। তাঁর সঙ্গে ঠিক কী ঘটনা ঘটেছে তা নিয়েও ধোঁয়াশা রয়েছে। অন্যদিকে, মুখে কুলুপ এঁটেছেন সিআরপিএফ জওয়ানরা। অভিযোগ পাওয়ার পর গোটা ঘটনা খতিয়ে দেখা হচ্ছে বলেই জানিয়েছেন বিশ্বজিত্‍। আরও পড়ুন: ‘মদ খেতে বারণ করেছিলাম, তারপরেই…’ দিনদুপুরে বোমাবাজি, উত্তপ্ত জগদ্দল!