বিনয় তামাঙের জেলা অফিস ভাঙচুরের অভিযোগ, তির গুরুংপন্থীদের দিকে

ভেঙে ফেলা হয়েছে আসবাবপত্রে, পতাকা-ফ্লেক্স ছেড়া হয়েছে। যদিও অভিযোগ অস্বীকার করেছেন গুরুঙপন্থীরা।

বিনয় তামাঙের জেলা অফিস ভাঙচুরের অভিযোগ, তির গুরুংপন্থীদের দিকে
নিজস্ব চিত্র
Follow Us:
| Updated on: Jan 07, 2021 | 8:37 PM

দার্জিলিঙ: কালিম্পঙে (Kalingpong) বিনয় তামাঙের (Binoy Tamang)জেলা অফিস ভাঙচুরের অভিযোগ উঠল গুরুংপন্থীদের বিরুদ্ধে। বৃহস্পতিবারই বিমল গুরুঙের সভা ছিল কালিম্পঙে। তার আগেই সকালে তামাঙদের অফিসে ভাঙচুর চলে। এই ঘটনায় গুরুংপন্থীদের দিকে আঙুল তুলেছেন তামাংপন্থীরা।

কালিম্পঙে ডম্বরচকে বিমল গুরুঙের সভা ছিল। তামাংপন্থীদের অভিযোগ, বুধবার রাতে কোনও প্ররোচনা ছাড়াই গুরুংপন্থীদের দলবল তাঁদের অফিসে ভাঙচুর চালিয়েছে। ভেঙে ফেলা হয়েছে আসবাবপত্রে, পতাকা-ফ্লেক্স ছেড়া হয়েছে। যদিও অভিযোগ অস্বীকার করেছেন গুরুঙপন্থীরা।

আরও পড়ুন: ‘এক নেত্রী বলেছিলেন মহাসমাবেশ হবে, এখন পগারপার’, প্রাক্তন নেত্রীকে বিঁধলেন শুভেন্দু

প্রায় সাড়ে তিন বছর পর পাহাড়ে ফিরেছেন বিমল গুরুং। তারপর থেকেই উত্তপ্ত হয়ে উঠেছে পাহাড়ের রাজনীতি। বিনয় তামাং আগেই প্রকাশ্য সভা থেকে জানিয়ে দেন, “গুরুঙয়ের চ্যাপ্টার ক্লোজ।” আর এদিকে মমতার পাশে থাকার বার্তা দিয়ে আরও একবার পাহাড়ে স্বমহিমায় ফিরতে মরিয়া গুরুং। গুরুঙকে পেয়ে শক্তিসঞ্চয় করেছেন মোর্চা পন্থীরাও।