Earthquake: ভূমিকম্পে কেঁপে উঠল দার্জিলিং-কালিম্পং, কাঁপল সিকিমও

রবিবার রাত সাড়ে ৮টা নাগাদ সিকিমের গ্যাংটকে ভূকম্পন অনুভূত হয়।

Earthquake: ভূমিকম্পে কেঁপে উঠল দার্জিলিং-কালিম্পং, কাঁপল সিকিমও
প্রতীকী ছবি।
Follow Us:
| Edited By: | Updated on: Jul 25, 2021 | 9:50 PM

কলকাতা: ভূমিকম্পে কেঁপে উঠল উত্তরবঙ্গ। রবিবার সন্ধ্যায় পূর্ব সিকিমে মৃদু ভূকম্পন অনুভূত হয়। তার জেরেই কেঁপে ওঠে উত্তরবঙ্গের বিভিন্ন জেলা। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৪। এখনও অবধি ক্ষয় ক্ষতির কোনও খবর নেই। তবে কম্পন অনুভূত হওয়ায় নিঃসন্দেহে আতঙ্ক তৈরি হয় মানুষের মধ্যে। আফটার শকের আতঙ্কে ঘর ছেড়ে বেরিয়ে আসেন মানুষ।

জানা গিয়েছে, রবিবার রাত সাড়ে ৮টা নাগাদ সিকিমের গ্যাংটকে ভূকম্পন অনুভূত হয়। একই সঙ্গে উত্তরবঙ্গে পাহাড় এলাকাও কেঁপে ওঠে। বিশেষ দার্জিলিং, কালিম্পঙে কম্পন বোঝা যায়। শিলিগুড়িতেও মৃদু কম্পন হয়। ন্যাশনাল সেন্টার ফর সেসমোলজি তাদের টুইটার হ্যান্ডেলে জানিয়েছে, রবিবার রাত ৮টা বেজে ৩৯ মিনিট ২২ সেকেন্ডে গ্যাংটক কেঁপে ওঠে। পূর্ব সিকিমই এর উৎসস্থল।

টানা বৃষ্টির কারণে এমনিতেই পাহাড়ে এখন প্রায়শই ধস নামছে। এরই মধ্যে ভূমিকম্প নিঃসন্দেহে আতঙ্ক বাড়িয়েছে পাহাড়বাসীর মনে। হাতে গোনা হলেও পর্যটকদের যাতায়াতও কিছু শুরু হয়েছে উত্তরবঙ্গে। স্বভাবতই বর্ষার ভর সন্ধ্যায় পাহাড় কেঁপে ওঠায় ভীত তাঁরাও। যদিও ক্ষয় ক্ষতির কোনও খবর পাওয়া যায়নি। আরও পড়ুন: ‘আমাকে কেউই রাখতে চাইছে না’, রাস্তায় ফ্যাল ফ্যাল করে ঘুরছেন চার ছেলে-মেয়ের মা