‘হেলেদুলে যাব শ্মশানে,’ ডিজে বাজিয়ে সেলফি নিয়ে ঠাকুমার শেষ যাত্রায় মাতলেন নাতিরা!

Last Ride: পরিজনরা বলছেন, কত বছর ধরে পরিবারকে আগলে রেখেছিলেন বৃদ্ধা। তাঁর ছয় পুত্র সন্তানদের মধ্যে জীবিত এখন তিনজন। বড় পরিবারকে ভাঙতে দেননি তিনি। সবসময় সবাইকে হাসিখুশি দেখতে চাইতেন।

'হেলেদুলে যাব শ্মশানে,' ডিজে বাজিয়ে সেলফি নিয়ে ঠাকুমার শেষ যাত্রায় মাতলেন নাতিরা!
নিজস্ব চিত্র
Follow Us:
| Edited By: | Updated on: Jul 28, 2021 | 4:38 PM

মালদহ: নাতিদের কাঁধে চড়ে শ্মশানের পথে বৃদ্ধা। সামনে উড়ছে আবির, ডিজে-তে বাজছে ‘আমি হেলেদুলে যাব শ্মশানে’ গান। সামনে নেচে চলেছে একদল যুবক। এভাবেই ডিজে, ব্যান্ড পার্টি নিয়ে নাচ গানে শেষকৃত্য সম্পন্ন হল ১০৫ বছরের বৃদ্ধার।

শেষকৃত্য নাকি প্রতিমা নিরঞ্জনের শোভাযাত্রা! কৌতূহল দৃষ্টিতে রাস্তায় থমকে দাঁড়াচ্ছেন পথচলতি মানুষজন। এদিকে বৃদ্ধার মৃত্যুতে পরিবার পরিজন থেকে গ্রামবাসীরা তখন নেচে চলেছেন। কাউকে দেখা গেল সেলফি নিতেও। শ্মশান যাত্রার এমন বিরল দৃশ্য ঘিরে হতবাক মালদহের মানিকচক থানার মথুরাপুর এলাকার মানুষজন।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মৃত বৃদ্ধার নাম অহিল্লা ঘোষ। তাঁর বয়স হয়েছিল ১০৫ বছর। মথুরাপুর অঞ্চলের গোয়ালপাড়া এলাকার বাসিন্দা এই বৃদ্ধা নাকি বলেছিলেন তিনি নিজের জীবন চুটিয়ে বেঁচে নিয়েছেন। তাই তাঁর বিদায় যেন সবাই আনন্দের সঙ্গে করে। ঠাকুমার শেষ ইচ্ছায় শ্রদ্ধা জানিয়ে নাতিরা আনলেন ডিডে ও ব্যান্ড পার্টি। নেচে-গেয়ে আবির মেখে ঠাকুমাকে বিদায় জানালেন তাঁরা।

পরিজনরা বলছেন, কত বছর ধরে পরিবারকে আগলে রেখেছিলেন বৃদ্ধা। বৃদ্ধার ছয় পুত্র সন্তানের তিনজন মারা গিয়েছেন। তবু বড় পরিবারকে ভাঙতে দেননি তিনি। সবসময় সবাইকে হাসিখুশি দেখতে চাইতেন। তাই তাঁর মৃত্যুতে শোক জ্ঞাপন নয়, আনন্দে মেতে ওঠেন পরিজনরা। অহিল্লার শ্মশানযাত্রায় ডিজে, ব্যান্ড পার্টি নিয়ে আনন্দ করতে করতে এগিয়ে গেলেন পরিজনরা। আর তাতে যোগ দিলেন কয়েকশো মানুষ। নাচতে নাচতে গোটা মথুরাপুর এলাকায় পরিক্রম করে এই শ্মশান যাত্রা।

মৃত বৃদ্ধার পৌত্র মানিক ঘোষ জানান, “এতটা বয়স সচরাচর মানুষ এখন খুব কম বাঁচেন। ঠাকুমার এত বয়স ধরে পরিবারের সঙ্গে যুক্ত রয়েছেন। চোখের সামনে অনেককে চলে যেতেও দেখেছেন। দীর্ঘ জীবনে অনেক কিছুই দেখেছেন ঠাকুমা। তাঁর মৃত্যুতে আনন্দ করছে গোটা পরিবারের সদস্যরা। এতটা সময় বেঁচে থেকে জীবনের সব স্বাদই বুঝেছেন। তাই আনন্দের সাথে ঠাকুমাকে বিদায় দেওয়া হচ্ছে।” আরও পড়ুন: ‘বলছে রেজাল্ট ইনকমপ্লিট!’ স্কুলের ছাদে উঠে আত্মহত্যার হুমকি ৫ পড়ুয়ার! নিচে চিলচিৎকার শিক্ষকদের