AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Malda: সন্ধ্যাবাতিতে পুড়ে খাক সব, ভস্মীভূত ১০ লক্ষ টাকা

Malda Fire: এদিন সন্ধ্যায় রশিকা সিংহের‌ স্ত্রী ঘরে সন্ধ্যা বাতি জ্বালিয়ে ছিলেন। হটাৎ করে বাড়িতে আগুন ধরে যায়। আগুন ছড়িয়ে পড়ে পাশের বাড়িতে। দাউ দাউ করে জ্বলতে থাকে ঘর। স্থানীয়রা ছুটে এসে আগুন নিয়ন্ত্রণে হাত লাগান। ফোন করা হয় তুলসীহাটা দমকল অফিসে।

Malda: সন্ধ্যাবাতিতে পুড়ে খাক সব, ভস্মীভূত ১০ লক্ষ টাকা
মালদহে আগুনImage Credit: TV9 Bangla
| Edited By: | Updated on: Nov 06, 2025 | 1:18 PM
Share

মালদহ: সন্ধ্যা বাতির আগুনে পুড়ে ছাই দুই ভাইয়ের ঘর। ক্ষয়ক্ষতি প্রায় ১০ লক্ষাধিক টাকা। অগ্নিকান্ডটি ঘটেছে মঙ্গলবার সন্ধ্যা ছ’টা নাগাদ মালদহের হরিশ্চন্দ্রপুর ১ ব্লকের তুলসীহাটা গ্রাম পঞ্চায়েতের মাখনা এলাকায়। আগুনে ক্ষতিগ্রস্ত হয়েছে দুই ভাই অনন্ত সিংহ ও রশিকা সিংহের ঘর। কান্নায় ভেঙে পড়েছে পরিবার। এক লহমায় নিঃস্ব হয়ে

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এদিন সন্ধ্যায় রশিকা সিংহের‌ স্ত্রী ঘরে সন্ধ্যা বাতি জ্বালিয়ে ছিলেন। হটাৎ করে বাড়িতে আগুন ধরে যায়। আগুন ছড়িয়ে পড়ে পাশের বাড়িতে। দাউ দাউ করে জ্বলতে থাকে ঘর। স্থানীয়রা ছুটে এসে আগুন নিয়ন্ত্রণে হাত লাগান। ফোন করা হয় তুলসীহাটা দমকল অফিসে। দমকলের একটি ইঞ্জিন আসার আগেই বাড়িতে মজুত রাখা ১৬ কুইন্টাল পাট ও ধান এবং আসবাব, কাপড়চোপড়,জমির দলিল,৬০ ভোরি চাদির অলঙ্কার, ১ ভোরি সোনার অলঙ্কার,নগদ দেড় লক্ষ টাকা সব পুড়ে ছাই হয়ে যায়।

অগ্নিদগ্ধ হয়ে একটি ছাগলের মৃত্যু হয়েছে। পরিবারটি সর্বস্ব হারিয়ে খোলা আকাশের নিচে ঠাঁই নিয়েছেন। খবর পেয়ে সকালে ছুটে যায় হরিশ্চন্দ্রপুর ১ ব্লকের তৃণমূলের কিষান খেত মজদুরের ব্লক সভাপতি মনোজ কুমার রাম ও পঞ্চায়েত সদস্য অসিত কুমার সিং। ক্ষতিগ্রস্ত পরিবার দুটির পাশে দাঁড়ানোর অনুরোধ করেন ও প্রশাসনের পক্ষ থেকে তাদেরকে ত্রাণ সামগ্রী পাইয়ে দেওয়ার আবেদন করেন।

পরিবারের এক সদস্য বলেন, “প্রতিদিনই মশার ধূপ জ্বালিয়েই ঘুমাই। কিন্তু কী থেকে যে কী হয়ে গেল, বুঝতে পারছি না। আমাদের সব শেষ হয়ে গেল।”