Maldah COVID: মালদায় কোভিড আক্রান্ত রোগীর মৃত্যু

Maldah COVID: তাঁদের মধ্যে ২৫ জনের রিপোর্ট পজিটিভ এসেছে। বর্তমানে মালদা মেডিক্যাল কলেজ হাসপাতালে একজন রোগী চিকিৎসাধীন রয়েছেন। বাকি প্রত্যেকেই হোম আইসোলেশনে রয়েছেন স্বাস্থ্য দফতরের নজরদারিতে।

Maldah COVID: মালদায় কোভিড আক্রান্ত রোগীর মৃত্যু
মালদা মেডিক্যাল কলেজ হাসপাতাল (ফাইল ছবি)
Follow Us:
| Edited By: | Updated on: Jul 05, 2022 | 2:57 PM

মালদা: মালদায় করোনা আক্রান্ত এক রোগীর মৃত্য়ু হল। মালদা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়েছে ওই ব্যক্তির। সোমবার সকালে পরিবারের হাতে তুলে দেওয়া হয় মৃত ব্যক্তির দেহ। বর্তমানে মালদা মেডিক্যাল কলেজ হাসপাতালে আরও একজন করোনা রোগী চিকিৎসাধীন রয়েছেন। এই দিকে করোনার প্রকোপ বাড়তে শুরু করেছে জেলায়।

সোমবার নতুন করে ২৫ জন আক্রান্ত হয়েছেন। মালদা মেডিক্যাল কলেজ হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, করোনায় আক্রান্ত মৃত রোগীর বয়স প্রায় ৬০ বছর। বাড়ি মালদার মোথাবাড়ি থানা এলাকায়। গত দু’দিন আগে হৃদরোগে আক্রান্ত হন তিনি। পরিবারের লোকেরা মালদা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করে। শ্বাসকষ্ট ও অন্যান্য সমস্যা থাকায় চিকিৎসকরা তাঁর কোভিড পরীক্ষা করেন। করোনা রিপোর্ট পজিটিভ আসায় রবিবার সকালে তাঁকে করোনো ওয়ার্ডে স্থানান্তরিত করা হয়। মালদা জেলা স্বাস্থ্য দফতর সূত্রে জানা গিয়েছে, রবিবার মালদা জেলায় মোট ৯০ জনের করোনা পরীক্ষা করা হয়েছিল মালদা মেডিক্যাল কলেজ হাসপাতালের ভিআরডিএল ল্যাবে।

তাঁদের মধ্যে ২৫ জনের রিপোর্ট পজিটিভ এসেছে। বর্তমানে মালদা মেডিক্যাল কলেজ হাসপাতালে একজন রোগী চিকিৎসাধীন রয়েছেন। বাকি প্রত্যেকেই হোম আইসোলেশনে রয়েছেন স্বাস্থ্য দফতরের নজরদারিতে। ধীরে ধীরে করোনা আক্রান্ত একেবারেই কমে গিয়েছিল মালদায়। যার জেরে মালদা মেডিক্যাল কলেজ। হাসপাতালে করোনা ওয়ার্ডের বেড সংখ্যাও কমানো হয়। বর্তমানে মালদা মেডিক্যাল কলেজ হাসপাতালে ৫০ টি করোনা বেড রয়েছে। রবিবারের পর সোমবার বাংলায় দৈনিক আক্রান্তের সংখ্যা কিছুটা কমেছে। তবে বিশেষজ্ঞরা বলছেন, করোনা পরীক্ষার হার বলে দিচ্ছে, আবার নতুন করে অস্বস্তি বাড়ছে।

সোমবার করোনা আক্রান্তের সংখ্যা হয়েছে ১ হাজার ১৩২ জন। পজিটিভিটি রেট বেড়ে হয়েছে ১৫.১২ শতাংশ।সুস্থতার হার ৯৮.৪১ শতাংশ।