Mamata Banerjee: মাথায় উকুন হলে, বাড়িতে ছারপোকা হলে, মেরে দিতে হয়: মমতা

Mamata Banerjee: সায়নী হাঁসদা ও নিয়তি সরকারে নামে মৃত দুই মহিলার পরিবারের পাশে দাঁড়িয়ে প্রত্যেক পরিবারকে একটি করে সরকারি চাকরি ও দুই লাখ টাকা করে আর্থিক ক্ষতিপূরণের কথা জানালেন মুখ্যমন্ত্রী।

Mamata Banerjee: মাথায় উকুন হলে, বাড়িতে ছারপোকা হলে, মেরে দিতে হয়: মমতা
মমতা বন্দ্যোপাধ্যায়
Follow Us:
| Edited By: | Updated on: Jan 31, 2023 | 1:37 PM

মালদা: মালদায় প্রশাসনিক বৈঠকে(Malda Administrative Meeting) এসে বাস দুর্ঘটনায় মৃত দুই মহিলার পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। সায়নী হাঁসদা ও নিয়তি সরকারে নামে মৃত দুই মহিলার পরিবারের পাশে দাঁড়িয়ে প্রত্যেক পরিবারকে একটি করে সরকারি চাকরি ও দুই লাখ টাকা করে আর্থিক ক্ষতিপূরণের কথা জানালেন মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রী বলেন, ‘বিপর্যয়ের ক্ষেত্রে আমাদের এই ব্যবস্থা রয়েছে। তাছাড়া আমাদের মন্ত্রীরা বছরে তিনজন করে চাকরি দিতে পারেন। বগটুইয়ের চাকরিও এভাবেই করে দেওয়া। আমি আমার নিজের কোটা থেকে করে দিই।’

এর পাশাপাশি মিজোরামে কাজ করতে যাওয়া মৃত তিন শ্রমিকের পরিবারের জন্যও দুই লাখ টাকা করে আর্থিক ক্ষতিপূরণের ঘোষণা করেন মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রী জানালেন, দ্রুত একটি সিস্টেম করে দেওয়া হবে। যাঁরা বাইরে কাজ করতে যাবেন, তাঁরা যেন নিজেদের নাম ঠিকানা সেই সিস্টেমে নথিভুক্ত করে রেখে যান, সেই অনুরোধ করেন তিনি। আর যা যা বললেন মুখ্যমন্ত্রী –

  1. এখানে যা কাজ আছে, পরিবার-পরিজন ছেড়ে দিয়ে বাইরে গিয়ে কাজ করার দরকার পড়ে না। একশো দিনের কাজের ক্ষেত্রে যাঁরা কাজ শেষ করেছিলেন, কেন্দ্রীয় সরকার ৭ হাজার কোটি টাকা তাঁদের দেয়নি। এই বছরও একশো দিনের কাজের একটি কোটাও দেয়নি বাংলাকে। জানুয়ারি মাস শেষ হয়ে গেল। মার্চ মাস পর্যন্ত অর্থ বর্ষ।
  2. এত দারিদ্র, এত অভাবের মধ্যেও লক্ষ্মীর ভাণ্ডার, স্বাস্থ্যসাথী, ঐক্যশ্রী, সবুজশ্রী করেও আমরা ১০ কোটি জব কার্ড হোল্ডারকে কাজ দিয়েছি। এই টাকা দিল্লি দয়া করে দেয় না। টাকা তো রাজ্য থেকে তুলে নিয়ে যাওয়া হয়।
  3. ‘আমাদের টাকা আমাদের দেওয়া হচ্ছে না। উল্টে কেন্দ্রীয় সরকারের টিম পাঠিয়ে অশ্বডিম্ব প্রসব করা হচ্ছে। উন্নাওতে ঘটনা ঘটলে কটা টিম যায়? উত্তর প্রদেশে, গুজরাটে কোনও ঘটনা ঘটলে কটা টিম যায়?’, প্রশ্ন মমতার
  4. মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বললেন, ‘মাথায় উকুন হলে উকুন মেরে দিতে হয়। বাড়িতে যদি ছাড়পোকা থাকে, সেটিকে মেরে দিতে হয়। কিন্তু আমরা এখানে মানুষ মৃত্যুর কথা বলছি। আমরা বলছি, যাঁরা মিথ্যা কথা বলছেন, তাঁরা দেখে যান।’
  5. প্রায় ১২০০ কোটি টাকার প্রোজেক্টের কথা শোনালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বললেন, ‘আমি যখনই জেলায় যাই, যেগুলি তৈরি হয়ে যায়, সেগুলি শিলান্যাস করে দিই।’ উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর ও মালদায় ঢেলে কাজ হয়েছে বলেও জানান তিনি।
  6. মালদায় ইতিমধ্যেই একটি বিমানবন্দর তৈরি হয়েছে। কিন্তু রাজ্য সরকার চাইছে আর একটু বড় করে একটি বিমানবন্দর তৈরি করতে। সেই কারণে, আরও জমি নিয়ে বালুরঘাটে একটি বিমানবন্দর তৈরি করা হচ্ছে বলেও জানান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
  7. ২০২৪ সালে লোকসভা নির্বাচন। মুখ্যমন্ত্রী এদিন মালদা থেকে ঘোষণা করলেন, ২০২৪ সালের শেষের আগেই সব বাড়িতে বাড়িতে পানীয় জল পৌঁছে দেওয়া হবে। বললেন, ‘অনেকেরই জলের কষ্ট রয়েছে। অনেকে এখনও পুকুরের জল খান। মালদায় জলস্বপ্ন প্রকল্পের আওতায় ৯ লাখ ২৮ হাজার বাড়িতে জল পৌঁছে দেওয়া হবে। এর মধ্যে ২ লাখ ১০ হাজার বাড়িতে জল পৌঁছে গিয়েছে।’
  8. মুখ্যমন্ত্রী বললেন, ‘আগে কিছু মেয়ে কন্যাশ্রী পেত। এখন সরকারি স্কুলে সব মেয়েদের কন্যাশ্রী করে দিয়েছে। সব মেয়েরা আমার কন্যাশ্রী। মেয়েদের নিজেদের পায়ে দাঁড়াতে দিন।’