Mamata Banerjee: কেন্দ্রের টিম পাঠিয়ে অশ্বডিম্ব প্রসব হচ্ছে, ডিম-ডিমা-ডিম-ডিম বাজিয়ে বেড়াচ্ছে: মমতা

Mamata Banerjee: মুখ্যমন্ত্রী বললেন, 'আমাদের টাকা দেওয়া হচ্ছে না। উল্টে কেন্দ্রীয় সরকারের টিম পাঠিয়ে অশ্বডিম্ব প্রসব করা হচ্ছে।"

Mamata Banerjee: কেন্দ্রের টিম পাঠিয়ে অশ্বডিম্ব প্রসব হচ্ছে, ডিম-ডিমা-ডিম-ডিম বাজিয়ে বেড়াচ্ছে: মমতা
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়
Follow Us:
| Edited By: | Updated on: Jan 31, 2023 | 1:35 PM

মালদা: রাজ্যের বিভিন্ন ক্ষেত্রে সরকারি প্রকল্পের কাজে বেনিয়মের অভিযোগ তুলেছে বিরোধী শিবির। কেন্দ্রের থেকে পরিস্থিতি খতিয়ে দেখতে বিশেষ পরিদর্শক দলও পাঠানো হয়েছে। অতীতে একশো দিনের কাজ ও গ্রামোন্নয়নের কাজ খতিয়ে দেখতে কেন্দ্রীয় টিম এসেছিল। এবার আবার মিড ডে মিলের কাজ খতিয়ে দেখতে বাংলায় জয়েন্ট রিভিউ মিশন পাঠিয়েছে কেন্দ্র। প্রসঙ্গত এই দুই ক্ষেত্র নিয়েই বিরোধীরা অভিযোগ তুলেছিল। এবার মালদায় প্রশাসনিক বৈঠকে রাজ্যে বার বার কেন্দ্রীয় টিম পাঠানো নিয়ে সরব হলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)।

কেন্দ্রীয় সরকার রাজ্যের জন্য একশো দিনের কাজের টাকা আটকে রেখেছে বলে অভিযোগ তোলেন মুখ্যমন্ত্রী। বললেন, ‘আমাদের টাকা দেওয়া হচ্ছে না। উল্টে কেন্দ্রীয় সরকারের টিম পাঠিয়ে অশ্বডিম্ব প্রসব করা হচ্ছে। ডিম-ডিমা-ডিম-ডিম বাজিয়ে বেড়াচ্ছে।’ একইসঙ্গে উত্তর প্রদেশে বা গুজরাট বা মধ্যপ্রদেশের মতো বিজেপি শাসিত রাজ্যগুলিতে কোনও ঘটনা ঘটলে, সেখানে ক’টি কেন্দ্রীয় টিম পাঠানো হয় সেই নিয়েও প্রশ্ন তোলেন মুখ্যমন্ত্রী। সরাসরি প্রশ্ন তুললেন, ‘উন্নাওয়ে ক’টি টিম যায়? গুজরাটে নিয়োগ সংক্রান্ত কেলেঙ্কারিতে ক’টি টিম যায়?’

প্রসঙ্গত, মুখ্যমন্ত্রী যখন মালদায় প্রশাসনিক সভা থেকে কেন্দ্রীয় টিম নিয়ে এমন মন্তব্য করছেন, তখন রাজ্যে মিড ডে মিলের বাস্তব চিত্র সরেজমিনে খতিয়ে দেখতে ঘুরে বেড়াচ্ছেন কেন্দ্রের পাঠানো জয়েন্ট রিভিউ মিশনের প্রতিনিধি দল। গতকাল থেকে জেলায় জেলায় ঘুরছেন তাঁরা। ৬ ফেব্রুয়ারি পর্যন্ত রাজ্যের মূলত চারটি জেলার মিড ডে মিলের পরিস্থিতি খতিয়ে দেখার কথা রয়েছে তাঁদের। এমন এক পরিস্থিতিতে মুখ্যমন্ত্রীর মুখে বাংলায় কেন্দ্রীয় টিম পাঠানো নিয়ে এমন মন্তব্য যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে রাজনৈতিক মহল।