Mamata on CAA: ‘ক্যা ক্যা করার জন্য কাক আছে’, CAA নিয়ে ফের সরব মুখ্যমন্ত্রী

Mamata Banerjee: বিজেপিকে একহাত নিয়ে মমতা বললেন, 'ক্যা ক্যা করে চিৎকার করে। ক্যা ক্যা করার জন্য কাক আছে। তুমি কেন ক্যা ক্যা করছো?'

Mamata on CAA: 'ক্যা ক্যা করার জন্য কাক আছে', CAA নিয়ে ফের সরব মুখ্যমন্ত্রী
সিএএ প্রসঙ্গে মমতা
Follow Us:
| Edited By: | Updated on: Jan 31, 2023 | 3:42 PM

কলকাতা: নাগরিকত্ব সংশোধনী আইন, ২০১৯-এর (CAA) বিরুদ্ধে শুরু থেকেই সুর চড়িয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। সিএএ-বিরোধী মঞ্চ থেকে তাঁর ‘ক্যা-ক্যা-ছি-ছি’ স্লোগান তোলপাড় ফেলে দিয়েছিল রাজ্য রাজনীতিতে। নেট দুনিয়াতেও প্রচুর ভাইরাল হয়েছিল সেই ভিডিয়ো। এবার মালদার প্রশাসনিক সভা থেকে ফের একবার মুখ্যমন্ত্রী সরব হলেন নাগরিকত্ব সংশোধনী আইন, ২০১৯-এর বিরুদ্ধে। মতুয়া ভোটব্যাঙ্কে শান দিয়ে বললেন, ‘মতুয়াদের জন্য আমরা সবটা করেছি। আর বিজেপি ভোট এলে হঠাৎ করে গিয়ে একটু ভাত খেয়ে বলবে, আমরা মতুয়ার বন্ধু হয়ে গেলাম।’ একই সঙ্গে বিজেপিকে একহাত নিয়ে বললেন, ‘ক্যা ক্যা করে চিৎকার করে। ক্যা ক্যা করার জন্য কাক আছে। তুমি কেন ক্যা ক্যা করছো?’

অতীতে যে মমতা বন্দ্যোপাধ্যায় মতুয়া সম্প্রদায়ের মানুষদের জন্য অনেক কাজ করেছেন, সেই কথাও এদিন তুলে ধরেন তিনি। বললেন, ‘যতদিন বড়মা বেঁচে ছিলেন, তাঁর চিকিৎসার দায়িত্ব আমি নিয়েছিলাম। আর কেউ দেখেনি।’ মুখ্যমন্ত্রীর বক্তব্য, নাগরিকত্ব সংশোধনী আইন, ২০১৯-এর নামে মানুষকে ভুল বোঝানো হচ্ছে। এনআরসির নামে সবাইকে জেলে ঢুকিয়ে দেওয়া হচ্ছে বলেও অভিযোগ তোলেন তিনি।

প্রসঙ্গত, গতবছরের নভেম্বরে একটি সিদ্ধান্ত নেওয়া হয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের তরফে। পাকিস্তান, বাংলাদেশ ও আফগানিস্তান থেকে গুজরাটে আসা অমুসলিমদের (হিন্দু, বৌদ্ধ, শিখ, জৈন, পারসি ও খ্রিস্টানদের) ভারতীয় নাগরিকত্ব দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যদিও তার সঙ্গে নাগরিকত্ব সংশোধনী আইন, ২০১৯-এর কোনও যোগ নেই। এই সিদ্ধান্ত নেওয়া হয়েছিল ১৯৫৫ সালের আইন অনুযায়ী। কিন্তু রাজ্যের বিজেপি নেতারা অনেকেই দাবি করেছিলেন, এটি সিএএ-র প্রথম ধাপ। সেই নিয়েও জোর চর্চা চলেছিল রাজনৈতিক মহলে। এমন অবস্থায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখে ফের একবার শোনা গেল ‘ক্যা ক্যা’ তত্ত্ব। বিজেপির নেতাদের প্রতি মমতার প্রশ্ন, ‘ক্যা ক্যা করার জন্য কাক আছে। তুমি কেন ক্যা ক্যা করছো?’