কান্দি সংশোধনাগারের শৌচাগার থেকে উদ্ধার বন্দির ঝুলন্ত দেহ

খাস বাংলায় কান্দির (Kandi) সংশোধানাগার থেকে উদ্ধার হল বিচারাধীন বন্দির ঝুলন্ত দেহ

কান্দি সংশোধনাগারের শৌচাগার থেকে উদ্ধার বন্দির ঝুলন্ত দেহ
প্রতীকী চিত্র
Follow Us:
| Edited By: | Updated on: Feb 21, 2021 | 8:28 PM

কান্দি: সংশোধানাগারে আত্মহত্যার ঘটনা বিরল। তবে এ বার খাস বাংলার সংশোধানাগার থেকে উদ্ধার হল বিচারাধীন বন্দির ঝুলন্ত দেহ। রবিবার বেলা আড়াইটে নাগাদ মুর্শিদাবাদ (Murshidabad) জেলার কান্দি মহকুমা উপসংশোধনাগারের শৌচাগার থেকে বন্দির ঝুলন্ত দেহ উদ্ধার করে পুলিশ। ২০২০ সালের ডিসেম্বর মাসে পুলিশ গ্রেফতার করেছিল শিমুলিয়া গ্রামের বাসিন্দা আনন্দগোপাল গুইকে। তারপর থেকে সংশোধনাগারেই ছিলেন তিনি।

রবিবার বেলা আড়াইটে নাগাদ সংশোধনাগারের শৌচাগার থেকে তাঁর ঝুলন্ত দেহ উদ্ধার করে পুলিশ। ওই বন্দি আত্মহত্যা করেছেন বলেই প্রাথমিক অনুমান পুলিশের। ইতিমধ্যেই ময়নাতদন্তের জন্য হাসপাতালে ওই বন্দির দেহ পাঠিয়েছে পুলিশ। প্রতিবেশীকে খুনের মামলায় ‘আত্মঘাতী’ বন্দিকে গত ৯ ডিসেম্বর গ্রেফতার করেছিল পুলিশ। সেই মামলায় সাজা ঘোষণা হওয়ার আগেই ওই বিচারাধীন বন্দির ঝুলন্ত দেহ উদ্ধার হয়েছে।

আগামিকাল ময়নাতদন্তের রিপোর্ট এলেই তবে  এই বিচারাধীন বন্দির মৃত্যুর কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে। তবে সংশোধনাগারের শৌচাগারে ঝুলন্ত দেহ দেখে পুলিশের প্রাথমিক অনুমান, আত্মহত্যা করেছেন ওই বন্দি। সমগ্র ঘটনা খতিয়ে দেখছে পুলিশ।

আরও পড়ুন: ‘খেলা হবে’, ‘টুম্পা সোনা’ থেকে ‘পিসি যাও,’ বঙ্গ ভোটে তৃণমূল-বাম-বিজেপির গান-যুদ্ধ