Maldah Migrant Worker Death: ভিন রাজ্যে কাজে গিয়ে মর্মান্তিক মৃ্ত্যু পরিযায়ী শ্রমিকের

Maldah Migrant Worker Death:ইদুলের মর্মান্তিক পরিণতি মেনে নিচে পারছে না পরিবার। পরিবারের একমাত্র উপার্জনকারীকে হারিয়ে অন্ধকারে ডুবেছে গোটা পরিবার। প্রশাসন দেহটি ফিরিয়ে আনার ব্যবস্থা করছে।

Maldah Migrant Worker Death: ভিন রাজ্যে কাজে গিয়ে মর্মান্তিক মৃ্ত্যু পরিযায়ী শ্রমিকের
পরিযায়ী শ্রমিকের মৃত্যু
Follow Us:
| Edited By: | Updated on: May 29, 2022 | 4:20 PM

মুর্শিদাবাদ: আবারও ভিন রাজ্যে শ্রমিকের কাজে গিয়ে মৃত্যু হল এক পরিযায়ী শ্রমিকের। মৃতের নাম ইদুল হাসান (৫২)। তিনি জলঙ্গীর ফরিদপুর এলাকার বাসিন্দা। মুর্শিদাবাদের জলঙ্গী ব্লকের ফরিদপুর অঞ্চলের এক পরিযায়ী শ্রমিক দীর্ঘ চার বছর ধরে কেরলে প্রেম্বাবুর থানা এলাকায় জলের পাইপ বসানোর কাজ করতেন। সহকর্মীদের থেকে পরিবার জানতে পেরেছেন, শনিবার সকালে হাঁটাহাঁটি করতেই হঠাৎ বুকে তীব্র ব্যথা অনুভব করেন তিনি। বুক চেপে ধরেই মাটিতে পড়ে যান। সঙ্গে থাকা সহকর্মীরা তাঁকে তড়িঘড়ি স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। গ্রামে খবর পৌঁছতেই কান্নায় ভেঙে পড়েন পরিবারের সদস্যরা। শোকের ছায়া নেমে এসেছে গোটা এলাকায়। শেষবারের মত প্রিয় মানুষটার মুখটা দেখার অপেক্ষায় পরিবার। জানা যাচ্ছে, পরিবারের  একমাত্র উপার্জনকারী ছিলেন ইদুল হাসান।

ইদুলের মর্মান্তিক পরিণতি মেনে নিচে পারছে না পরিবার। পরিবারের একমাত্র উপার্জনকারীকে হারিয়ে অন্ধকারে ডুবেছে গোটা পরিবার। প্রশাসন দেহটি ফিরিয়ে আনার ব্যবস্থা করছে। কীভাবে মৃত্যু তা খতিয়ে দেখা হবে। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে হৃদরোগে আক্রান্ত হয়েই মৃত্যু হতে পারে ইদুলের। তবে মৃত্যুর কারণ খতিয়ে দেখতে দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হবে।

এক প্রতিবেশী বলছেন, “অনেক দিন ধরেই ওঁ বাইরে কাজ করতেন। বাড়িতে তো আর কেউ সেভাবে রোজগার করার নেই। মেয়েগুলো রয়েছে। পরিবারের আর্থিক সাহায্যের প্রয়োজন রয়েছে। কীভাবে সংসার চলবে, সেটাই ব্যাপার। প্রশাসন যদি পাশে দাঁড়ায়, তাহলে ওঁদের খুব উপকার হয়।”