Murshidabad Chaos: মুর্শিদাবাদ জেলা ভাঙলে ঐতিহ্য নষ্ট হবে, এবার মুখ্যমন্ত্রীর কাছে সওয়াল দলেরই সাংসদের

murshidabad-chaos:মুর্শিদাবাদকে অবিভক্ত রেখে কেন্দ্র শাসিত অঞ্চলের দাবি করেন মুর্শিদাবাদের বিজেপি বিধায়ক গৌরী শঙ্কর ঘোষ। এবার সেই পথে মুর্শিদাবাদ লোকসভার তৃণমূল সাংসদ আবু তাহের খান।

Murshidabad Chaos: মুর্শিদাবাদ জেলা ভাঙলে ঐতিহ্য নষ্ট হবে, এবার মুখ্যমন্ত্রীর কাছে সওয়াল দলেরই সাংসদের
ফাইল ছবি
Follow Us:
| Edited By: | Updated on: Aug 04, 2022 | 8:37 AM

মুর্শিদাবাদ: বিরোধীরা আগেই এই সওয়াল করেছেন। এবার তাঁদের সুরেই কথা বললেন নেত্রীর দলের সাংসদ। অর্থাৎ মুর্শিদাবাদ জেলার নাম অপরিবর্তিত রাখার দাবিতে সওয়াল করলেন তৃণমূল সাংসদ আবু তাহের খান। মুর্শিদাবাদ নাম রাখার দাবিতে মুখ্যমন্ত্রীকে আবেদন করলেন তাঁরই দলের সাংসদের। দিন দুয়েক আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সাতটি নতুন জেলা ঘোষণা করেন। তার মধ্যে মুরশিদাবাদ জেলায় মুর্শিদাবাদ বাদ দিয়ে বহরমপুর জেলা জঙ্গিপুর জেলা ও কান্দি জেলা ঘোষণা করেন। এই ঘোষণার পর বহরমপুরের সাংসদ অধীর চৌধুরী বিষয়টির বিরোধিতা করেন। মুর্শিদাবাদ নামটি অপরিবর্তিত রাখার দাবিতে তিনি সরব হন।

এদিকে, মুর্শিদাবাদকে অবিভক্ত রেখে কেন্দ্র শাসিত অঞ্চলের দাবি করেন মুর্শিদাবাদের বিজেপি বিধায়ক গৌরী শঙ্কর ঘোষ। এবার সেই পথে মুর্শিদাবাদ লোকসভার তৃণমূল সাংসদ আবু তাহের খান। তিনি মুখ্যমন্ত্রীর কাছে মুর্শিদাবাদ জেলা নাম রাখার দাবি জানান।

সরকারের বক্তব্য, মুর্শিদাবাদ জেলা ভেঙে তিন জেলা হলে, প্রশাসনিক কাজকর্মে অনেকটাই সুবিধা হবে। তবে ঐতিহাসিক নবাবি আমলের জেলা ভাঙেল ঐতিহ্যে আঘাত লাগবে, এমনটাই মনে করছেন অনেকে। অধীর চৌধুরীর বক্তব্য, মুর্শিদাবাদ জেলার নাম মুছে বাংলার ইতিহাসকে মুছে ফেলার চক্রান্ত হচ্ছে।

মুর্শিদাবাদের নাম বদল নিয়ে মিশ্র প্রতিক্রিয়া রয়েছে। তবে জেলা ঘোষণায় সাধারণ মানুষের একাংশের মধ্যে উচ্ছ্বাস লক্ষ্য করা গিয়েছে। এমনকি কান্দিতে মিষ্টি বিতরণ হয়েছে। প্রসঙ্গত, সোমবার সাংবাদিক বৈঠক করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মুর্শিদাবাদ জেলাকে তিনটি ভাগে ভাগ করে। তবে কীভাবে ভাগ হতে পারে, কোন কোন বিধানসভা কোন কোন জেলার অন্তর্ভুক্ত হবে, তা এখনও স্পষ্ট নয়।