Murshidabad News: ‘বোমা বাঁধা ছাড়ুন, একবার গ্রেফতার হলে কিন্ত…’, বড় বার্তা পুলিশ সুপারের

মঙ্গলবার দুপুরে বহরমপুরে পুলিশ সুপার হারিয়ে যাওয়া কিছু মোবাইল উদ্ধার করে তা ফোনের মালিকদের হাতে তুলে দেন। এরপর সাংবাদিক বৈঠক করেন তিনি। সেখান থেকেই তিনি বোমা বাঁধার কাজে যুক্ত দুষ্কৃতীদের হুঁশিয়ারি দেন। তিনি বলেন, "যারা এই দুষ্কৃতীমূলক কাজের সঙ্গে যুক্ত তারা ছেড়ে দিন,নইলে কষ্ট আছে।

Murshidabad News: বোমা বাঁধা ছাড়ুন, একবার গ্রেফতার হলে কিন্ত..., বড় বার্তা পুলিশ সুপারের
পুলিশ সুপারImage Credit source: Tv9 Bangla

| Edited By: অবন্তিকা প্রামাণিক

Nov 04, 2025 | 1:56 PM

মুর্শিদাবাদ: আকছাড় মুর্শিদাবাদের বিভিন্ন এলাকা থেকে বোমা উদ্ধারের ঘটনা প্রকাশ্যে আসে। কখনও রানিনগর, কখনও ধুলিয়ান কখনও সামশেরগঞ্জ জায়গায়-জায়গায় কখনো সকেট বোমা কখনও বালতি ভর্তি বোমা উদ্ধার হয়ে থাকে। এই আবহের মধ্যেই এবার বোমা তৈরির সঙ্গে যুক্ত দুষ্কৃতীদের হুঁশিয়ারি দিলেন পুলিশ সুপার কুমার সানি। পরিষ্কার জানালেন, কোনও রকম গ্রেফতার একবার হলে আর কাউকে বেরতে দেবেন না তিনি।

মঙ্গলবার দুপুরে বহরমপুরে পুলিশ সুপার হারিয়ে যাওয়া কিছু মোবাইল উদ্ধার করে তা ফোনের মালিকদের হাতে তুলে দেন। এরপর সাংবাদিক বৈঠক করেন তিনি। সেখান থেকেই তিনি বোমা বাঁধার কাজে যুক্ত দুষ্কৃতীদের হুঁশিয়ারি দেন। তিনি বলেন, “যারা এই দুষ্কৃতীমূলক কাজের সঙ্গে যুক্ত তারা ছেড়ে দিন,নইলে কষ্ট আছে। বোম স্কোয়াড নিয়ে ঘুরব। আর যারা এ কাজের সঙ্গে যুক্ত তাদের গ্রেফতার করে ট্রায়ালে নেব। জেল থেকে আর বেরোতে দেব না।”

বিগত দু’মাস ধরে কাজ চলছিল আমাদের। এর অনেকটা ফরম্যাট আছে। কে বোমা বাঁধে আর কে বোমা ফেলে আর কে বোমের মশলা জোগান দেয় দেখেছি। আমরা এই সার্ভে করেছি থানা-অঞ্চল-গ্রাম মিলিয়ে। এও জানতে পেরেছি, এখানে একটি গ্রাম আছে যেখানে এই ধরনের কাজ চলে। ২০১৭ থেকে কারা কারা এই ঘটনার সঙ্গে যুক্ত সব ডেটা পেয়েছি। ৯৫ শতাংশ ওই গ্রামের লোক। তাই এটা ওয়ার্নিং। বোম স্কোয়াড নিয়ে ঘুরব। একবার গ্রেফতার হলে কাউকে ছাড়া হবে না।”

এ দিন সুপার এও জানান,বোমা সংক্রান্ত বিষয়ে তথ্য পেতে চালু করা হয়েছে মুর্শিদাবাদ পুলিশের হেল্পলাইন নম্বর। সাধারণ মানুষের মানুষদের মধ্যে কেউ যদি জানতে পারেন এই ধরনের কাজ চলে তাহলে তারা যেন অবশ্যই এই নম্বরে ফোন করে জানায়। তাঁদের নাম পরিচয় গোপন রেখেই দুষ্কৃতীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।