Murshidabad: কয়েক মুহূর্তের ব্যাপার! বাবার অণ্ডকোষ চেপে ধরল ছেলে, ক্রিয়ার প্রতিক্রিয়া আরও ভয়ঙ্কর
Murshidabad: পরিবারের লোকজন বলছেন, ঝামেলার মধ্যে সজোরে বাবার অণ্ডকোষ চেপে ধরে ছেলে। মুহূর্তেই যন্ত্রণায় কাতরাতে কাতরাতে মাটিতে লুটিয়ে পড়েন নজরুল শেখ। চিৎকার চেঁচামেচি শুনে ততক্ষণে বাড়িতে ছুটে এসেছেন প্রতিবেশীরা।
সাগরপাড়া: চাঞ্চল্যকর ঘটনা মুর্শিদাবাদের সাগরপাড়া থানার ঘোড়ামারা এলাকায়। বাবাকে খুনের অভিযোগ ছেলের বিরুদ্ধে। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা এলাকায়। মৃত ব্যক্তির নাম নজরুল শেখ। বয়স ৬৫। অভিযুক্ত ছেলের নাম টুটুল শেখ। পরিবার সূত্রে খবর, টুটুল মানসিকভাবে ভারসাম্যহীন। শুক্রবার বিকালে টাকা ছিঁড়ে ফেলা নিয়ে ঝামেলা হয় বাবার সঙ্গে। প্রথমে কথা কাটাকাটি, তারপরে হাতাহাতি।
পরিবারের লোকজন বলছেন, ঝামেলার মধ্যে সজোরে বাবার অণ্ডকোষ চেপে ধরে ছেলে। মুহূর্তেই যন্ত্রণায় কাতরাতে কাতরাতে মাটিতে লুটিয়ে পড়েন নজরুল শেখ। চিৎকার চেঁচামেচি শুনে ততক্ষণে বাড়িতে ছুটে এসেছেন প্রতিবেশীরা। তাঁরা বলছেন, বাড়িতেই মৃত্যুর কোলে ঢোলে পড়েছিলেন নজরুল।
উত্তেজনার খবর ততক্ষণে পৌঁছে যায় পুলিশের কাছে। খবর পেয়ে ঘটনাস্থলে আসে সাগরপাড়া থানার পুলিশ। তড়িঘড়ি নজরুলকে উদ্ধার করে সাগরপাড়া প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়া হয়। যদিও চিকিৎসকেরা জানিয়ে দেন আর প্রাণ নেই দেহে। ঘটনায় শোকের ছায়া এলাকায়। শোকে কাতর বাড়ির অন্যান্য সদস্যরা। ইতিমধ্যেই নজরুলের ছেলে টুটুলকে আটক করেছে পুলিশ। এলাকার লোকজনের পাশাপাশি জিজ্ঞাসাবাদ করা হচ্ছে পরিবারের অন্যান্য সদস্যদেরও।