Karimpur Murder: সপ্তমীর সকালে ছেলে ঘরে ঢুকে দেখল মেঝেতে চাপ চাপ রক্ত, মা-কে দেখেই চরম আর্তনাদ

Karimpur Murder: ছেলের চিৎকারেই ছুটে আসেন প্রতিবেশীরা। তাঁদের বয়ান অনুযায়ী, মহিলার শরীরে একাধিক ক্ষত ছিল। ধারাল অস্ত্র দিয়ে কোপানো হয়েছে বলে প্রাথমিক অনুমান।

Karimpur Murder: সপ্তমীর সকালে ছেলে ঘরে ঢুকে দেখল মেঝেতে চাপ চাপ রক্ত, মা-কে দেখেই চরম আর্তনাদ
প্রৌঢ়াকে খুনের অভিযোগ
Follow Us:
| Edited By: | Updated on: Oct 02, 2022 | 2:35 PM

নদিয়া: ঘড়ির কাঁটায় সকাল দশটা। বাড়ির অদূরেই পুজো হচ্ছে। পাড়ায় পুজোর আমেজ। ঘরে সে সময় একাই ছিলেন বছর পঞ্চাশের প্রৌঢ়া। ছেলে বাইরে গিয়েছিলেন। ঘরে ঢুকে দৃশ্য দেখে আচমকাই আর্তনাদ। প্রতিবেশীরা ছুটে এসে দেখেন রক্তাক্ত অবস্থায় মেঝেতে পড়ে রয়েছেন প্রৌঢ়া। সারা শরীরে ক্ষত, মুখেও ধারাল অস্ত্রের আঘাত। মেঝেতে পড়ে চাপ চাপ রক্ত। সপ্তমীর সকালে ঘর থেকে উদ্ধার হল এক প্রৌঢ়ার দেহ। সকালে ঘরে ঢুকে তাঁর ছেলে প্রথমে দেহটি দেখতে পায়। সপ্তমীর দিনে নদীয়ার করিমপুর থানার মহিষবাথান এলাকায় চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে। ওই মহিলাকে খুন করা হয়েছে বলে অভিযোগ। মৃতের নাম দীপিকা বিশ্বাস (৫০)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সপ্তমীর সকালে বাড়ি রান্না করছিলেন দীপিকা। সে সময়ে ঘরে কেউ ছিলেন না। তাঁর ছেলেও বাইরে গিয়েছিলেন। ঘরে ফিরে মেঝেতে প্রথম মাকে ওই অবস্থায় পড়ে থাকতে দেখেন তাঁর ছেলে।

ছেলের চিৎকারেই ছুটে আসেন প্রতিবেশীরা। তাঁদের বয়ান অনুযায়ী, মহিলার শরীরে একাধিক ক্ষত ছিল। ধারাল অস্ত্র দিয়ে কোপানো হয়েছে বলে প্রাথমিক অনুমান। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় করিমপুর থানার পুলিশ।

দেহটি উদ্ধার করে প্রথমে করিমপুর গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তারপর দেহটি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। কী কারণে খুন, তা স্পষ্ট নয়। ঘটনা তদন্ত শুরু করেছে পুলিশ। তবে প্রতিবেশীরা জানাচ্ছেন, ওই মহিলার শরীরে সোনার গয়না ছিল, সেগুলি লুঠ হয়েছে। লুঠে বাধা পেয়েই খুন কিনা, তা খতিয়ে দেখা হচ্ছে।