SIR news: হিঙ্গলগঞ্জে ফর্ম দিতে গিয়ে আক্রান্ত বিজেপির BLA-2,বেধড়ক মারধরের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে

SIR: মঙ্গলবার ঘটনাটি ঘটেছে হিঙ্গলগঞ্জ বিধানসভার কালিতলা পঞ্চায়েতের শামশেরনগর ২৫৩ নম্বর বুথে। জানা গিয়েছে, সেখানকার BLO -সৌমিত্র মণ্ডলের সঙ্গে সঙ্গে বাড়ি বাড়ি যাচ্ছিলেন বিজেপির BLA-2 রঞ্জিত মল্লিক । SIR-এর কর্মসূচি সেরে বাড়ি ফেরার সময় অভিযোগ, রঞ্জিত মল্লিককে ধরে কিছু দুষ্কৃতী মারধর করে। রঞ্জিতের দাবি,কালিতলা পঞ্চায়েতের প্রধান শ্যামল মণ্ডলের নেতৃত্বেই তৃণমূলের কয়েকজন দুষ্কৃতী এই কাজ করেছে।

SIR news: হিঙ্গলগঞ্জে ফর্ম দিতে গিয়ে আক্রান্ত বিজেপির BLA-2,বেধড়ক মারধরের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে
আক্রান্ত বিএলএImage Credit source: Tv9 Bangla

| Edited By: অবন্তিকা প্রামাণিক

Nov 05, 2025 | 7:41 AM

হিঙ্গলগঞ্জ (উত্তর ২৪ পরগনা): মঙ্গলবার থেকে শুরু হয়েছে SIR। এনুমারেশন ফর্ম নিয়ে বাড়ি-বাড়ি যাচ্ছেন BLO-রা। তবে উত্তর ২৪ পরগনার হিঙ্গলগঞ্জ থেকে প্রকাশ্যে আসছে অশান্তির খবর। বিএলও-র সঙ্গে থাকা বিজেপির বিএলএ (BLA ) ২ আক্রান্ত।  তৃণমূলের কর্মী সমর্থকদের হাতে আক্রান্তের অভিযোগ বলে জানা যাচ্ছে।

মঙ্গলবার ঘটনাটি ঘটেছে হিঙ্গলগঞ্জ বিধানসভার কালিতলা পঞ্চায়েতের শামশেরনগর ২৫৩ নম্বর বুথে। জানা গিয়েছে, সেখানকার BLO -সৌমিত্র মণ্ডলের সঙ্গে সঙ্গে বাড়ি বাড়ি যাচ্ছিলেন বিজেপির BLA-2 রঞ্জিত মল্লিক । SIR-এর কর্মসূচি সেরে বাড়ি ফেরার সময় অভিযোগ, রঞ্জিত মল্লিককে ধরে কিছু দুষ্কৃতী মারধর করে। রঞ্জিতের দাবি,কালিতলা পঞ্চায়েতের প্রধান শ্যামল মণ্ডলের নেতৃত্বেই তৃণমূলের কয়েকজন দুষ্কৃতী এই কাজ করেছে। তাঁর ওপরে আক্রমণ করেছে। পরে এলাকার মানুষ ছুটে আসেন ঘটনাস্থলে। আহত ব্যক্তিকে তাঁরা উদ্ধার করে নিয়ে যান সেখান থেকে। রঞ্জিত মল্লিক বলেন, “আমি বিএলএ 2 এর কাজ করছি। বিকেল চারটে নাগাদ ফর্ম বিলির জন্য বিএলও ডাকে। আমি সেখানে যাই। দুটো ফর্ম বিলির পর বন্ধ হয়ে যায়। আমার সঙ্গে তৃণমূলের একজন বিএলএ ছিলেন। আর দুজন অন্য লোক ছিলেন। ওরা বাড়ি থেকে ফেরার পথে আমায় রাস্তায় আটকায়। প্রচণ্ড মারধর করে। বুকে পেটে লাথি-চড় মেরেছে।” বিজেপির মুখপাত্র দীপঙ্কর সরকার বলেন, “রঞ্জিতকে বেধড়ক মেরেছে সাজ্জাদ গাজি, চিন্ময় মণ্ডল, সুনীল মণ্ডল নামে হার্মাদরা রাস্তায় মেরেছে। ওর ঘাড়ে ব্য়থা লেগেছে। হাত ফুলে গিয়েছে। এইভাবে তৃণমূল যদি ভাবে এসআইআর আটকাবে তা কোনও দিনই হবে না।”

যদিও এই বিষয়ে যাঁর বিরুদ্ধে অভিযোগ সেই কালিতলা পঞ্চায়েতের প্রধান শ্যামল মণ্ডলের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি। কিন্তু হিঙ্গলগঞ্জের বিধায়ক দেবেশ মণ্ডল জানিয়েছেন, তিনি এমন ঘটনার বিষয়ে এখনও পর্যন্ত কিছুই জানেন না।