BJP-TMC Clash: উত্তপ্ত গাইঘাটা, তৃণমূল কর্মীদের মারধরের অভিযোগ বিজেপির বিরুদ্ধে, সবটাই গোষ্ঠী কোন্দল দাবি গেরুয়া শিবিরের

Gaighata: উত্তর ২৪ পরগনার গাইঘাটা পশ্চিম ব্লকের প্রাক্তন সভাপতি সুভাষ হালদারকে মারধর করার অভিযোগ উঠেছিল বিজেপি আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে।

BJP-TMC Clash: উত্তপ্ত গাইঘাটা, তৃণমূল কর্মীদের মারধরের অভিযোগ বিজেপির বিরুদ্ধে, সবটাই গোষ্ঠী কোন্দল দাবি গেরুয়া শিবিরের
বিজেপি-তৃণমূলের গোষ্ঠী কোন্দল (নিজস্ব চিত্র)
Follow Us:
| Edited By: | Updated on: Feb 01, 2023 | 8:23 AM

গাইঘাটা: পঞ্চায়েত ভোট যত এগিয়ে আসছে তত উত্তপ্ত হচ্ছে বাংলার রাজনীতি। কোথাও দলবদলের খবর, কোথাও থেকে আবার উঠে আসছে তৃণমূল বিজেপির সংঘর্ষের খবর। এ হেন পরিস্থিতিতে উত্তপ্ত হল গাইঘাটা। সেথানে তৃণমূলের প্রাক্তন ব্লক তৃণমূলের প্রাক্তন ব্লক সভাপতিকে মারধরের অভিযোগ বিজেপি আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে। অপরাধীদের গ্রেফতারের দাবিতে রাস্তা অবরোধ।

উত্তর ২৪ পরগনার গাইঘাটা পশ্চিম ব্লকের প্রাক্তন সভাপতি সুভাষ হালদারকে মারধর করার অভিযোগ উঠেছিল বিজেপি আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে। তৃণমূলের অভিযোগ, মঙ্গলবার বিকালে গাইঘাটা জলেশ্বর শিব মন্দিরের পার্শ্ববর্তী পার্কে পিকনিক করছিলেন সুভাষ হালদার পরিচিতরা। সেখানে আমন্ত্রিত ছিলেন সুভাষ হালদার। অভিযোগ, সন্ধ্যা নাগাদ শিব মন্দীর পার্শ্ববর্তী বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা সুভাষ হালদারের উপরে অতর্কিত হামলা চালায়। গুরুতর আহত হন তিনি।

তৃণমূলের আরো দাবি, জলেশ্বর শিব মন্দির কমিটির সভাপতি সহদেব হালদারের নেতৃত্বে বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা এখানে অসামাজিক কার্যকলাপ চালায়। তারাই এই হামলা চালিয়েছে। অভিযুক্তদের গ্রেফতারের দাবিতে রাতে জলেশ্বর মন্দির এলাকায় রাজ্য সড়ক অবরোধ করেন তৃণমূলের কর্মী সমর্থকেরা। পুলিশ সূত্রে খবর এই ঘটনায় এখনো পর্যন্ত দু’জনকে আটক করা হয়েছে। তাদের আটক করে ঘটনা তদন্ত শুরু করেছে গাইঘাটা থানার পুলিশ।

এই বিষয়ে স্থানীয় বিজেপি নেতা বলেন, “যদিও সমস্ত অভিযোগ উড়িয়ে বিজেপির তরফে বলা হয়েছে, সবটাই মিথ্যা কথা। ভোট যত এগোচ্ছে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব তত বাড়ছে। আমি খবর পেয়েছি মন্দিরের মাঠে একটি পিকনিক হচ্ছিল। সেই পিকনিকে তৃণমূল-তৃণমূলকেই মেরেছে।”