Deganga Chaos: ছিঁড়ে নেওয়া হল পঞ্চায়েত সদস্যার গলার চেন, সঙ্গে মহিলাদের মার, কারণ শুনলে চমকে উঠবেন আপনিও

North 24 pargana: উত্তর ২৪ পরগনার দেগঙ্গার ঘটনা। বাড়ি দখলকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে ওই এলাকায়।

Deganga Chaos: ছিঁড়ে নেওয়া হল পঞ্চায়েত সদস্যার গলার চেন, সঙ্গে মহিলাদের মার, কারণ শুনলে চমকে উঠবেন আপনিও
মহিলাদের উপর অত্যাচার (নিজস্ব ছবি)
Follow Us:
| Edited By: | Updated on: May 24, 2022 | 12:25 PM

দেগঙ্গা: জোর পূর্বক বাড়ি দখলকে কেন্দ্র করে উত্তেজনা। দু’পক্ষের তীব্র সংঘর্ষে রেহাই পেলেন না বাড়ির মহিলারাও। তীব্র সংঘর্ষে উত্তেজনা ছড়িয়ে পড়ল দেগঙ্গার চাঁপাতলা গ্রাম পঞ্চায়েতের রণখোলা তেঁতুলতলা এলাকায়। পরিস্থিতি সামাল দিতে গিয়ে আক্রান্ত খোদ গ্রাম পঞ্চায়েতের সদস্যও।

উত্তর ২৪ পরগনার দেগঙ্গার ঘটনা। বাড়ি দখলকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে ওই এলাকায়। সূত্রের খবর, ভাসিলা রণ-খোলা তেঁতুল তলা এলাকায় দীর্ঘ ৩০ বছর ধরে বসবাস করছেন সূর্য ঘোষের পরিবার। অভিযোগ, সেই বাড়ির দখল নিতে আসেন কিছু বহিরাগত লোকজন। তখনই রুখে দাঁড়ায় এলাকাবাসী। গ্রামের লোক ঐক্যবদ্ধ হয়ে প্রতিবাদ করতে গেলে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বেধে যায়‌। অভিযোগ, মারধর করা হয় গ্রামের মহিলাদেরও।

পরিস্থিতি সামাল দিতে গিয়ে আক্রান্ত হন গ্রাম পঞ্চায়েতের সদস্য হাবিব রেজা চৌধুরী। জানা গিয়েছে, ওই মহিলার সোনার হার ছিঁড়ে নিয়েছে দুষ্কৃতীরা। পঞ্চায়েত সদস্য ও পঞ্চায়েত সভাপতি হাজি আব্দুর রাজ্জাক জানান,পঞ্চায়েত প্রধানের অঙ্গুলি হেলনেই এই কাজ হয়েছে। যদিও প্রধান হুমায়ন রেজা চৌধুরী জানিয়েছেন, তাঁর উপর মিথ্যে আরোপ করা হচ্ছে। পঞ্চায়েত প্রধান বলেন, ‘সংবাদ মাধ্যমেই প্রথম জানতে পারলাম আমার বিরুদ্ধে এমন অভিযোগ উঠেছে। আমি এই সমস্ত কাজের সঙ্গে যুক্ত নই। তাই আমার বেশি কিছু জানার প্রয়োজন নেই। এই এলাকার মানুষ আমাকে ভাল করে চেনে-জানে। যারা অভিযোগ করছে তারাও আমাকে চেনে জানে। ‘

এদিকে, স্থানীয় এক গ্রামবাসী জানান, ‘জমি জায়গা দখল নিয়ে ঝামেলা চলছে। দীর্ঘ চল্লিশ বছর ধরে আমরা এখানে বসবাস করছি। আর সকাল থেকে গুণ্ডাবাহিনী এলাকা দখল করার চেষ্টা করছে। সেই কারণে আমরা প্রতিবাদ করেছি। ওরা আসলে চাইছে এই বাড়ি ভেঙে দেবে। এমনকী ভেঙে ফেলা শুরুও করেছিল ওরা। তখনই আমরা প্রতিবাদ করি। আর সেই প্রতিবাদের জন্যই এই অবস্থা।’