গোপনে পিস্তল কিনতে এসে গ্রেফতার যুবক, ফের সক্রিয় হচ্ছে আন্তঃরাজ্য অস্ত্রপাচার চক্র?

Belgharia: ব্যারাকপুর পুলিশ কমিশনারেট সূত্রে খবর, বেশ কিছুদিন ধরে বেলঘড়িয়ায় ওই এলাকায় গোপনে আগ্নেয়াস্ত্র পাচারকার্য চলছিল এমন খবর আগে থেকেই পেয়েছিলেন গোয়েন্দারা।

গোপনে পিস্তল কিনতে এসে গ্রেফতার যুবক, ফের সক্রিয় হচ্ছে আন্তঃরাজ্য অস্ত্রপাচার চক্র?
ধৃত যুবক, নিজস্ব চিত্র
Follow Us:
| Edited By: | Updated on: Jul 28, 2021 | 3:37 PM

উত্তর ২৪ পরগনা: গোপনে আগ্নেয়াস্ত্র (Arms) কিনতে এসে পুলিশের জালে ধরা পড়লেন এক বছর উনিশের যুবক। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে বেলঘড়িয়ার ষষ্ঠী তলা এলাকায়। ওই এলাকায় অভিযান চালিয়ে পুলিশ বুধবার এক দুষ্কৃতীকে গ্রেফতার করে।

ব্যারাকপুর পুলিশ কমিশনারেট সূত্রে খবর, বেশ কিছুদিন ধরে বেলঘড়িয়ায় ওই এলাকায় গোপনে আগ্নেয়াস্ত্র পাচারকার্য চলছিল এমন খবর আগে থেকেই পেয়েছিলেন গোয়েন্দারা। সম্প্রতি বেশ কিছুদিন ধরে ওই এলাকায় গোপন অভিযানও  চালাচ্ছিলেন তদন্তকারীরা। বুধবার দুই দুষ্কৃতী গোপন ডেরায় আগ্নেয়াস্ত্র (Arms) কিনতে আসে। সঙ্গে সঙ্গে খবর পেয়েই ধাওয়া করেন তদন্তকারীরা। পুলিশের হাত থেকে বাঁচতে পালাতে যান ওই দুই দুষ্কৃতী। সেইসময়েই পুলিশের হাতে ধরা পড়ে যান মহম্মদ তাসলিম নামের ওই যুবক। তাঁর কাছ থেকে একটি নাইন এম এম পিস্তল পাওয়া গিয়েছে বলে জানিয়েছেন তদন্তকারীরা। ধৃত যুবকের সঙ্গী যদিও পলাতক।

পুলিশ কমিশনার মনোজ ভার্মা জানিয়েছেন, আগে থেকেই পুলিশের কাছে গোপনে অস্ত্র পাচারের খবর ছিল। বুধবার অভিযান চালাতেই ধরা পড়ে ওই দুষ্কৃতী। তবে এই দুই দুষ্কৃতীদের নেপথ্য়ে কারা রয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে। ব্যারাকপুর শিল্পনগরীতে বিভিন্ন সময়ে বেআইনি অস্ত্র উদ্ধার হয়েছে। ধরা পড়েছে বেশ কিছু চক্রীও। অস্ত্র তৈরির বেশ কিছু গোপন ডেরার খোঁজও পেয়েছেন তদন্তকারীরা। নির্বাচন আবহে শুধু ব্যারাকপুরে নয়, জেলার একাধিক স্থানে বেআইনি অস্ত্র মজুত ও পাচারকার্য রুখেছিলেন গোয়েন্দারা। সেই সময়ে সক্রিয় হয়ে উঠেছিল বেশ কয়েকটি আন্তঃরাজ্য় অস্ত্র পাচার চক্র। ফের সেরকম চক্রই আবার গড়ে উঠতে পারে বলেই অনুমান তদন্তকারীদের। বুধবার অস্ত্র উদ্ধারের ঘটনায় ধৃত দুষ্কৃতীকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। গোটা ঘটনা তদন্ত করে দেখছে ব্যারাকপুর কমিশনারেট পুলিশ। আরও পড়ুন: ‘অর্জুন গড়ে’ তৃণমূল যুব সভাপতিকে ‘লক্ষ্য করে’ আচমকা গুলি!