
উত্তর ২৪ পরগনা: ‘মোদীই গ্যরান্টার…’ আগেই বলেছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) আজ অর্থাৎ মঙ্গলবার আবারও সেই একই কথা বললেন। আবেদন করলেন যাতে CAA-র জন্য। হিন্দু-শিখ-শরণার্থীদের কোনও চিন্তা নেই বলেও আশ্বাস দিয়েছেন তিনি।
গতকাল অর্থাৎ সোমবার অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, সিএএ ক্যাম্পে আবেদন করলেই ডিটেনশন ক্যাম্পে নিয়ে যাবে। তিনি বলেছিলেন, “আমি অনুরোধ করব, এরা যে CAA ক্যাম্প করছেন আপনাদের মাধ্যমে সেই ফাঁদে পা দেবেন না। যদি এই ফাঁদে পা দেন অসমে ১২ লক্ষ হিন্দু বাঙালির মতো অবস্থা হবে। সবাইকে ডিটেনশন ক্যাম্পে ফেলবে। তৃণমূল থাকতে কাউকে ডিটেনশন ক্য়াম্পে যেতে হবে না।”
তবে শুভেন্দুর মুখে অন্য কথা। তিনি বলেন,”অভিষেক বলছেন না অ্যাপ্লাই না করতে? হিন্দু-খ্রিষ্টান-শিখ সকলে ফুল গ্যারান্টেড। আর গ্যারান্টারের নাম নরেন্দ্র মোদী। ইতিমধ্যেই নাগরিকত্বের জন্য অনেক শিখ আবেদন করেছেন আমরা তাঁদের সঙ্গে আছি।” এরপর উদাহরণ দিয়ে তিনি বলেন, “হিন্দু শরণার্থীদের জন্য ভারত আছে। পহেলগাঁওয়ে জঙ্গী হামলায় মৃত বিতানের স্ত্রীকে একমাসের মধ্যে CAA-তে নাগরিক সার্টিফিকেট ভারত সরকার তুলে দিয়েছে। তাই চিন্তা করবেন না হিন্দুরা। ২০০২-এ যাঁরা এসেছেন, যাঁদের এখানে বাবা-মায়ের জন্ম নয় তাঁদেরই অ্যাপ্লাই করতে হবে।”
আজ শুভেন্দু একদম স্পষ্ট করে বলে দিয়েছেন কাদের কাদের নাম ভোটার তালিকায় থাকবে না। তিনি বলেছেন, মোট চার ধরনের লোকের নাম ভোটার তালিকায় থাকবে না। বলেন, “মৃত, ভুয়ো, ডবল-ট্রিপল এন্ট্রি- বাংলাদেশি মুসলমান রোহিঙ্গা। এদের নাম ভোটার তালিকায় থাকবে না।”