Corona: ‘মাস্ক পরলেই ঠেকানো যাবে পজ়েটিভিটি রেট’ জানালেন বারাসত হাসপাতালের সুপার

West Bengal: বারাসত হাসপাতালের সুপার সুব্রত মণ্ডল বলেন, 'স্বাস্থ্য দফতরের নির্দেশ অনুযায়ী আমরা প্রথম থেকেই ভ্যাকসিনের উপর জোর দিচ্ছি। অর্থাৎ আমরা আপামর জনগণের ভ্যাকসিনের উপর জোর দিচ্ছি।'

Corona: 'মাস্ক পরলেই ঠেকানো যাবে পজ়েটিভিটি রেট' জানালেন বারাসত হাসপাতালের সুপার
Follow Us:
| Edited By: | Updated on: Jul 17, 2022 | 12:19 PM

বারাসত: রাজ্যে বাড়-বাড়ন্ত করোনার। ফের উর্ধ্বমুখী সংক্রমণের গ্রাফ। রাজ্যের স্বাস্থ্য দফতরের তরফে প্রকাশিত করোনা বুলেটিন অনুযায়ী দেখা গিয়েছে, গত ২৪ ঘণ্টায় রাজ্যে করোনার করোনায় আক্রান্ত হয়েছেন ২ হাজার ৮৩৯ জন। জেলাগুলির মধ্যে প্রথমে রয়েছে কলকাতা এবং তার সঙ্গে পাল্লা দিচ্ছে উত্তর ২৪ পরগনা।

বারাসত হাসপাতালের সুপার সুব্রত মণ্ডল বলেন, ‘স্বাস্থ্য দফতরের নির্দেশ অনুযায়ী আমরা প্রথম থেকেই ভ্যাকসিনের উপর জোর দিচ্ছি। অর্থাৎ আমরা আপামর জনগণের ভ্যাকসিনের উপর জোর দিচ্ছি। যদিও, করোনা পজ়েটিভের সংখ্যা বেড়েছে। তবে হাসপাতালে ভর্তির সংখ্যা কিন্তু ততধিক বাড়েনি। যাঁদের কোমর্বিডিটি রয়েছে সেই সকল ব্যক্তির সংখ্যা বেড়েছ। তবে তাও নগন্য।’ একই সঙ্গে তিনি উল্লেখ করেন, ‘বারাসাত হাসপাতাল যথেষ্টভাবে কোভিড মোকাবেলার জন্য প্রস্তুত রয়েছে। অক্সিজেন সাপোর্ট থেকে শুরু করে সাধারণ পরিষেবা সব দিকেই তৈরি আছে বারসত হাসপাতাল।’

সুব্রতবাবু স্বস্তি দিয়ে বলেছেন, ‘প্রতিদিন কোভিড আক্রান্তের সংখ্যা বাড়ছে। উত্তর ২৪ পরগনা জেলায় এই মুহূর্তে আক্রান্তের সংখ্যা সাতশোর বেশি। কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই বয়স্ক মানুষ ছাড়া আর কাউকে ভর্তি হতে হচ্ছে না। বাড়িতে বসেই ট্রিটমেন্ট করানো যাচ্ছে। সেই কারণে আমার মনে হয় এক্ষুনি আতঙ্কগ্রস্ত হওয়ার কিছু নেই। তবে মাস্ক পরা জরুরি। শুধু মাস্ক এবং দু ফুট দূরত্ব বজায় রেখে যদি চলা যায় তাহলে এই যে কোভিডের পজিটিভিটি রেট বেড়েছে সেটা তলানিতে ঠেকবে। তথাপি যদি বড় রকমের কোনও সমস্যা আসে সে ক্ষেত্রেও সামাল দেওয়ার মতন পরিকাঠামোর রয়েছে বারাসত হাসপাতালের।

বস্তুত, গত ২৪ ঘণ্টায় ৫৭৭ জন করোনায় আক্রান্ত হয়েছেন। শুক্রবারের বুলেটিন দেখলে বোঝা যায় ৬৯৩ জন আক্রান্ত হয়েছেন।