Anubrata Mondal: আরও চাপে অনুব্রত, গরুপাচার মামলায় সিবিআই-এর প্রথম চার্জশিট

Anubrata Mondal: গরুপাচার–কাণ্ডে গ্রেফতার অনুব্রতের প্রাক্তন দেহরক্ষী সায়গল হোসেনের সোমবার সিবিআই হেফাজতে থাকার ৬০ দিন পূর্ণ হচ্ছে।

Anubrata Mondal: আরও চাপে অনুব্রত, গরুপাচার মামলায় সিবিআই-এর প্রথম চার্জশিট
গরু পাচার মামলায় প্রথম চার্জশিট
Follow Us:
| Edited By: | Updated on: Aug 08, 2022 | 10:36 AM

কলকাতা: আরও চাপে অনুব্রত মণ্ডল। গরুপাচার মামলায় প্রথম সাপ্লিমেন্টারি চার্জশিট । সোমবার সাপ্লিমেন্টারি চার্জশিট জমা দেবে সিবিআই। আসানসোল সিবিআই আদালতে জমা পড়বে চার্জশিট। চার্জশিটে নাম থাকতে পারে অনু্ব্রত ঘনিষ্ঠদের। নাম থাকতে পারে একাধিক প্রভাবশালী নেতার। চার্জশিটে থাকতে পারে সায়গল হোসেনের নামও। সিবিআই সূত্রে তেমনটা খবর মিলেছে।

গরুপাচার–কাণ্ডে গ্রেফতার অনুব্রতের প্রাক্তন দেহরক্ষী সায়গল হোসেনের সোমবার সিবিআই হেফাজতে থাকার ৬০ দিন পূর্ণ হচ্ছে। সায়গল হোসেনকে জেরা করে একাধিক তথ্য উঠে এসেছে তদন্তকারীদের হাতে। তাতে গরু পাচার মামলায় অনুব্রত যোগ আরও স্পষ্ট হয়েছে বলে সিবিআই সূত্রে খবর।

আসানসোল বিশেষ আদালতে প্রথম সাপ্লিমেন্টারি চার্জশিট জমা পড়তে চলেছে। চার্জশিটে প্রথমেই নাম থাকতে পারে সায়গল হোসেনের। তাঁর কাছ থেকে ৪৫টি জমির ডিড-সহ কয়েক কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত করা হয়েছে। নাম থাকতে পারে ওই জেলারই বেশ কয়েকজন ব্যবসায়ীর। গরু পাচার মামলায় সিবিআই যে ক্রমই অনুব্রতকে আরও চেপে ধরছে, সেটা স্পষ্ট।

সোমবার অনুব্রত মণ্ডলের নির্ধারিত চেক-আপ রয়েছে এসএসকেএম হাসপাতালে। ফিসচুলার সমস্যার পাশাপাশি হার্টের ৭০ শতাংশ প্রতিবন্ধকতা রয়েছে কেষ্টর। স্রেফ শারীরিক অসুস্থতার কারণে দেখিয়েই এবারও নিজাম প্যালেসের হাজিরা এড়িয়েছেন অনুব্রত মণ্ডল। সিবিআই-এর কাছে সময় চেয়ে নিয়েছেন তিনি। সোমবার বেলা ১১টায় তাঁর নিজাম প্যালেসে হাজিরা দেওয়ার কথা ছিল। সেক্ষেত্রে রবিবার সন্ধ্যার মধ্যে তাঁর কলকাতার চিনার পার্কের আবাসনে চলে আসার কথা ছিল। কিন্তু দুপুরের আগেই অনুব্রত সিবিআই-কে ইমেল করে জানিয়ে দেন, তাঁর এসএসকেএমে চেকআপ রয়েছে। শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে সিবিআই-এর কাছে সময় চেয়ে নেন তিনি।যদিও সিবিআই তাঁকে নির্দেশ দিয়েছে, সব কিছু মিটিয়ে তিনি যাতে দফতরে আসেন। এখন এসএসকেএমে তাঁর কতক্ষণ চেকআপ চলে, সেটাই দেখার।