Lakshmi Bhandar: বিজেপি ক্ষমতায় এলে লক্ষ্মীর ভাণ্ডারে মহিলাদের মাসে ২ হাজার টাকা : সুকান্ত

Lakshmi Bhandar: বিজেপি ক্ষমতায় এলে দু হাজরি লক্ষ্মীর ভাণ্ডার, ১০ হাজারের চাকরি, প্রতিশ্রুতি সুকান্তর।

Lakshmi Bhandar: বিজেপি ক্ষমতায় এলে লক্ষ্মীর ভাণ্ডারে মহিলাদের মাসে ২ হাজার টাকা : সুকান্ত
Follow Us:
| Edited By: | Updated on: Nov 26, 2022 | 11:17 PM

কলকাতা: একুশের নির্বাচনের আগে লক্ষ্মীর ভাণ্ডারের (Lakshmi Bhandar) প্রতিশ্রুতি শোনা গিয়েছিল তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) মুখে। এবার পঞ্চায়েত নির্বাচনের (Panchayat Election) আগেই সেই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের ৫০০ টাকার ভাতা বাড়িয়ে ২০০০ টাকা করার কথা বলতে শোনা গেল বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের মুখে। তাঁর দাবি, বিজেপির সরকার রাজ্যে এলেই একলাফে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা চারগুণ বেড়ে যাবে। তাঁর এ মন্তব্য নিয়েই জোর শোরগোল শুরু হয়ে গিয়েছে রাজনৈতিক মহলে।  

এদিন দুর্গাপুর পশ্চিমের বিজেপি বিধায়ক লক্ষণ ঘোড়ুইয়ের বাড়িতে দলত্যাগী দুই নেতাকে ফের দলে ফিরিয়ে এই মন্তব্য করতে শোনা যায় সুকান্তকে। প্রসঙ্গত, আসানসোল উত্তরের বিজেপির মণ্ডল তিনের সভাপতি সুদীপ চৌধুরী ও জেলা বিজেপির তৎকালীন অন্যতম সাধারণ সম্পাদক মদনমোহন চৌবে বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দিয়েছিলেন। এইদিন দুর্গাপুর পশ্চিমের বিজেপি বিধায়ক লক্ষণ ঘোড়ুইয়ের বাড়িতে এই দুই দলত্যাগীর হাতে ফের বিজেপির পতাকা তুলে দিয়ে তাঁদেরকে স্বাগত জানান রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার। 

এদিকে তৃতীয়বারের জন্য বাংলার মসনদে বসেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর একাধিক জনমুখী প্রকল্পের মধ্যে বরাবরই চর্চায় থেকেছে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প। দুয়ারে সরকারেও এই প্রকল্পে নাম লেখাতে কার্যত জনজোয়ার দেখতে পাওয়া গিয়েছে। এমনকী একুশের ভোটের পর মমতা লক্ষ্মীর ভাণ্ডারের কথা রাখায় তা তাঁকে রাজনৈতিকভাবে বিশেষ মাইলেজ দিয়েছে বলে মনে করেন একটা বড় অংশের রাজনৈতিক বিশ্লেষকরা। পঞ্চায়েত ভোটেও এর বড় ছাপ পড়বে বলে মত তৃণমূল নেতাদের। তবে কী এবার তা দেখেই পঞ্চায়েত ভোটের আগে লক্ষ্মীর ভাণ্ডারের ক্ষীর ঘরে তুলতে মাঠে নেমে পড়েছেন পদ্ম নেতারা? যদিও সুকান্তর দাবি অন্য। 

সুকান্ত মজুমদার জানান, লক্ষ্মী ভাণ্ডারের প্রকল্প তাঁদের দলীয় ইস্তাহারে ছিল। দুর্ভাগ্যবশত তাঁরা সেটা মানুষের কাছে পৌঁছে দিতে পারেননি। সুযোগটাকে কাজে লাগান তৃণমূল সুপ্রিমো। তিনি বলেন, আমাদের সরকার এলে প্রতি মহিলাকে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের মধ্য দিয়ে ২ হাজার টাকা করে দেব। আমরা ইস্তেহারে ঘোষণা করেছিলাম। দুর্ভাগ্যবশত আমরা সেটা সবার বাড়ি বাড়ি পৌঁছে দিতে পারিনি, প্রচার করতে পারিনি। এবংশুধু টাকা দিয়ে লোককে ভিখারি করে রাখব না। কর্মসংস্থানের ব্যবস্থা করব। শিল্পায়নের ব্যবস্থা করব। বাড়ির মহিলারা ২ হাজার টাকা করে পাবেন। আর ছেলেরা ১০ হাজার টাকার পাবেন।