
দুর্গাপুর: তিন দিন ধরে নিখোঁজ থাকার পর উদ্ধার হল যুবকের ঝুলন্ত মৃতদেহ। মৃত যুবকের নাম ভৈরব ক্ষেত্রপাল(২৩)। বাড়ির পিছনের থেকে জঙ্গল থেকে উদ্ধার করা হয় দেহ। দুর্গাপুরের নিউটাউনশিপ থানার ভ্যাম্বে কলোনি এলাকার বাসিন্দা ওই যুবকের মৃত্যু ঘিরে বাড়ছে ধোঁয়াশা। মৃতের বান্ধবীর বিরুদ্ধে উঠছে অভিযোগ। বান্ধবীর এক আত্মীয়ের বাড়িতে চলল ভাঙচুর।
আসানসোলে অমরাবতীর ডিফেন্স কলোনিতে ওই আত্মীয়ার বাড়ি। সেখানেই ভাঙচুর চালানো হয়েছে বলে অভিযোগ। ঘটনাস্থলে বিশাল পুলিশবাহিনী মোতায়েন করা হয়েছে। নামানো হয়েছে কমব্যাট ফোর্সও।
মৃত যুবকের দিদি রিমা বার্নওয়ালের অভিযোগ, তাঁর ভাই গত তিন দিন ধরে নিখোঁজ ছিলেন। থানায় মিসিং ডায়েরি করা হয়েছিল। কিন্তু কোনও খোঁজ মেলেনি। অভিযোগ, তাঁর ভাইকে নিয়ে গিয়েছিল তাঁর ভাইয়েরই বান্ধবী। অভিযোগ, বান্ধবীর আত্মীয়রাই খুন করে ঝুলিয়ে দিয়েছে তাঁর ভাইকে।
আজ, রবিবার মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য দুর্গাপুর মহকুমা হাসপাতালে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট হাতে এলেই পরিষ্কার হয়ে যাবে মৃত্যুর প্রকৃত কারণ। ঘটনা খতিয়ে দেখে তদন্ত শুরু করেছে দুর্গাপুরের নিউটাউনশিপ থানার পুলিশ। যে বাড়িতে ভাঙচুর চালানো হয়েছে সেই বাড়িতে যাঁরা ছিলেন তাদেরকে আপাতত উদ্ধার করে থানায় নিয়ে যাওয়া হয়েছে।