Children Beaten up: চুরির অভিযোগে ‘শাস্তি’, শিশুদের দড়িতে বেঁধে, মাটিতে ফেলে চলল বাঁশপেটা

Paschim Medinipur: পুলিশ গ্রেফতার করেছে ওই অভিযুক্তদের।

Children Beaten up: চুরির অভিযোগে 'শাস্তি', শিশুদের দড়িতে বেঁধে, মাটিতে ফেলে চলল বাঁশপেটা
ঘটনায় অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ (নিজস্ব ছবি)
Follow Us:
| Edited By: | Updated on: Jan 28, 2022 | 2:55 PM

পশ্চিম মেদিনীপুর: কয়েকদিন আগে মাঠে ক্রিকেট খেলার সময় চিৎকার করায় বিহারের মন্ত্রীর ছেলে কচিকাচাদের তাড়াতে শূন্যে গুলি ছোড়ে। সেই ভিডিও ভাইরাল হতেই নিন্দার ঝড় বয়ে যায়। ঘটনার চারদিন কাটতে না কাটতেই আবার মধ্যযুগীয় বর্বরতার ছবি ধরা পড়ল। এবার আর পড়শী রাজ্য নয়, খোদ বাংলায় দেখা গেল চার শিশুকে মাটিতে ফেলে বেধড়ক মারছেন এক ব্যক্তি।

কী ঘটেছিল? পশ্চিম মেদিনীপুরের গড়বেতা থানার অন্তর্গত জবা গ্রাম। অভিযোগ ট্রাক্টর এর পার্টস চুরি করেছে সেই অভিযোগে চারজন শিশুকে প্রথমে দড়িতে বেঁধে রাখা হয়। তারপর নিমর্মভাবে তাঁদের মাটিতে ফেলে উত্তম-মধ্যম প্রহার করতে থাকেন রবিয়াল খান নামে এক ব্যক্তি।

পরে শিশুদের চিৎকারে ঘটনাস্থানে ছুটে আসেন এলাকাবাসী। পরিবারের অভিযোগের ভিত্তিতে ওই ব্যক্তিকে গড়বেতা থানার পুলিশ গ্রেফতার করে। মারের চোটে আহত শিশুদের গড়বেতা হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই চিকিৎসা করানো হয় তাঁদের।

এক এলাকাবাসী বলেন, “চুরির অভিযোগে ছেলেদের লাঠিপেটা করেছে রবিয়াল। ওর বক্তব্য অনুযায়ী শিশুরা ট্রাক্টরের কিছু অংশ চুরি করেছে। তাই দড়ি দিয়ে বেঁধে রেখে মারের উপর মার মেরেছে। থানায় খবর দিয়েছি। পুলিশ এসে অভিযুক্তদের গ্রেফতার করেছে।” অন্যদিকে, এক শিশু বলেছে, “ওর ছেলে চুরি করে আসছিল। আমরা মাঠে আদা কুড়াচ্ছিলাম। এবার সেটা দেখে নিয়েছি। তখন ওর রবিয়াল এসে দড়ি দিয়ে বেঁধে আমাদের মারতে শুরু করে। বলে ট্রাক্টরের জিনিস চুরি করেছি।”

এই বিষয় নিয়ে গরবেতা এক নম্বর ব্লকের বিডিও বলেন, “শুনেছি শিশুদের মারধর করা হয়েছে। খুবই মর্মান্তিক ঘটনা। অভিযোগ পেয়েছি। সেই অভিযোগের ভিত্তিতে পুলিশকেও জানিয়েছি। পুলিশ অভিযুক্ত ব্যক্তিকে গ্রেফতার করেছে। তদন্ত শুরু হয়েছে। বাচ্চাদের গড়বেতা হাসপাতালে চিকিৎসা চলছে।”

আরও পড়ুন: Budget 2022: সিগারেট ও তামাকজাত দ্রব্যের ব্যবহার কমাতে কর বাড়াবে কেন্দ্র?

আরও পড়ুন: Buddhadeb Bhattacharjee On Padma Bhushan: পদ্মভূষণ প্রত্যাখ্যান বিতর্কের মাঝেই প্রথমবার মুখ খুললেন বুদ্ধদেব ভট্টাচার্য