Paschim Medinipur: রঙিন আলো, চটুল গানের সঙ্গে দেদার নাচ, কয়েক ঘণ্টার আনন্দ সেকেন্ডেই বদলে গেল চরম দুঃস্বপ্নে

Paschim Medinipur: পশ্চিম মেদিনীপুর জেলার দাসপুর থানার গোপালপুর গ্রামের ঘটনা। সোমবার অর্থাৎ ২৩ মে শীতলাপুজো উপলক্ষ্যে মন্দির সংলগ্ন এলাকায় হাঙ্গামা ড্যান্সের অনুষ্ঠান ছিল।

Paschim Medinipur: রঙিন আলো, চটুল গানের সঙ্গে দেদার নাচ, কয়েক ঘণ্টার আনন্দ সেকেন্ডেই বদলে গেল চরম দুঃস্বপ্নে
হাঙ্গামা ড্যান্সের অনুষ্ঠান থেকে ফিরে দেখেন গ্রামে চুরি (নিজস্ব ছবি)
Follow Us:
| Edited By: | Updated on: May 24, 2022 | 2:43 PM

দাসপুর: চোখ ধাঁধানো আলো। সঙ্গে উদ্দাম নাচ। জড়ো হয়েছিলেন প্রচুর মানুষ। লাউডস্পিকারে চটুল গানের সঙ্গেই নাচতে ব্যস্ত ছিলেন ওঁরা। কিন্তু ঘরের মধ্যে যে এমন বিপত্তি ঘটবে তা হয়ত বুঝে উঠতে পারেননি। বাড়ি ফিরতেই চোখ কপালে ওই গ্রামের বাসিন্দাদের।

পশ্চিম মেদিনীপুর জেলার দাসপুর থানার গোপালপুর গ্রামের ঘটনা। সোমবার অর্থাৎ ২৩ মে শীতলাপুজো উপলক্ষ্যে মন্দির সংলগ্ন এলাকায় হাঙ্গামা ড্যান্সের অনুষ্ঠান ছিল। সেই অনুষ্ঠান দেখতেই এলাকার বাসিন্দারা উপস্থিত হয়েছিলেন। বস্তুত, গ্রামের দিকে হাঙ্গামা ড্যান্সের অনুষ্ঠান খুবই জনপ্রিয়। মূলত, প্যান্ডেলের মধ্যে নিয়ন আলো লাগিয়ে তারস্বরে বাজানো হয় চটুল গান। সেই গানের সঙ্গে কোমর দোলান সকলে। গতকাল নাচ দেখতেই জড়ো হয়েছিলেন এলাকাবাসী। সেই সুযোগকেই কাজে লাগিয়ে ঘটে যায় চুরির ঘটনা।

এলাকাবাসী সূত্রে খবর, রাত্রি ২টো নাগাদ বাড়ি ফিরে স্থানীয়রা দেখেন কারোর বাড়ির দরজার তালা ভাঙা, কারোর আলমারি ভেঙে তছনছ করা রয়েছে। দুষ্কৃতীরা মোবাইল, সোনা ও রুপোর গহনা, টাকা, মূল্যবান নথি নিয়ে চম্পট দিয়েছে। এরপর কপালে হাত পড়ে যায় তাঁদের। এরপর সোজা লিখিত অভিযোগ দায়ের করেছে দাসপুর থানার পুলিশ। চুরির অভিযোগ পেয়ে শুরু হয়েছে তদন্ত।

এক এলাকাবাসী বলেন, ‘আমরা গ্রামের অনুষ্ঠানে গিয়েছিলাম। সেখানে হাঙ্গামা ড্যান্স চলছিল। প্রায় গোটা গ্রাম গিয়েছিলাম আমরা ওই অনুষ্ঠান দেখতে। এবার রাত্রিবেলা প্রায় ২ টো বেজে গিয়েছে। বাড়ি ফিরতে অনেক দেরি হয়ে যায়। ঘরে পৌঁছে আমাদের মাথায় হাত। দেখি সব চুরি হয়ে গিয়েছে। কিছুই অবশিষ্ট নেই। জমি-জায়গার দলিল পড়ে রয়েছে নীচে। সোনার গহনা, নগদ টাকা সব খোয়া গিয়েছে। আমরা কী করব বুঝে উঠতে পারছি না। প্রায় ৪ টে বাড়ি থেকে সব চুরি গেছে।  এরপর রাত্রিবেলাই আমরা থানায় অভিযোগ দায়ের করি। পুলিশ তদন্ত শুরু করেছে।’