SIR: একটি বুথে মৃত ভোটার ৫৯, কমিশনকে জানাল BJP

katwa: জানা গিয়েছে, কেউ মারা গিয়েছেন বারো বছর আগে, আবার কেউ মারা গিয়েছেন ১০ বছর। কেউ পাঁচ বছর আগে। তবু তাঁদের নাম রয়েছে নির্বাচন কমিশনের ২০২৫-এর ভোটার তালিকায়। কাটোয়া দুই নম্বর ব্লকের কোয়ারা গ্রামের ২৫৮নং বুথে ১১২৫ জন ভোটারের মধ্যে ৫৯ মৃত বলে দাবি বিজেপির।

SIR: একটি বুথে মৃত ভোটার ৫৯, কমিশনকে জানাল BJP
এতজন মৃত ভোটার?Image Credit source: Tv9 Bangla

| Edited By: অবন্তিকা প্রামাণিক

Oct 30, 2025 | 3:22 PM

কাটোয়া: SIR আবহের মধ্যেই এবার নির্বাচন কমিশনের কাছে লিস্ট জমা দিল বিজেপি। জানা যাচ্ছে, একটি বুথে মৃত ভোটারের সংখ্যা ৫৯। সেই ভুতুড়ে ভোটারের তালিকা তৈরি করে এবার নির্বাচন কমিশনকে জমা দিল বিজেপি।

জানা গিয়েছে, কেউ মারা গিয়েছেন বারো বছর আগে, আবার কেউ মারা গিয়েছেন ১০ বছর। কেউ পাঁচ বছর আগে। তবু তাঁদের নাম রয়েছে নির্বাচন কমিশনের ২০২৫-এর ভোটার তালিকায়। কাটোয়া দুই নম্বর ব্লকের কোয়ারা গ্রামের ২৫৮নং বুথে ১১২৫ জন ভোটারের মধ্যে ৫৯ মৃত বলে দাবি বিজেপির। তৃণমূলের বক্তব্য বিজেপি মিথ্যা অভিযোগ করছে। ভোটার তালিকায় মৃতদের নাম রাখার কোনও ক্ষমতা তৃণমূলের নেই। সেটা নির্বাচন কমিশন দেখে। জেলাশাসক আয়েশা রানি বলেছেন, তিনি পুরো বিষয়টি খোঁজ নিয়ে দেখে উপযুক্ত ব্যবস্থা নেবেন।

এ দিকে, বিজেপির দেওয়া মৃত ভোটারদের তালিকা অনুযায়ী টিভি ৯ বাংলা পৌঁছে গিয়েছল তাঁদের বাড়িতে। সেখানে গিয়ে দেখা যায়, সত্যিই অনেকে মারা গিয়েছেন পাঁচ-দশ বছর আগে। তবে পরিবারের লোকের সাফ বক্তব্য, মৃত ভোটারের নাম কীভাবে ভোটার তালিকায় রয়েছে তাঁদের জানা নেই। তাঁদের হয়ে কেউ ভোট দেয় নাকি সেটাও তাঁরা বলতে পারবেন না।

সেই রকমই একটি কাটোয়া ২ নম্বর ব্লকের পলসনা গ্রাম পঞ্চায়েতের কোয়ারা গ্রামের। এলাকার বিজেপির মণ্ডল সভাপতি সূর্যদেব ঘোষের বক্তব্য, কোয়ার ২৫৮ নম্বর বুথে ৫৯ জন মৃত ভোটারের নাম কয়েক বছর ধরে রয়েছে। তাঁরা একটি তালিকা তৈরি করে নির্বাচন কমিশনকে দিয়েছে। এই ভুতুড়ে ভোটারদের হয়ে ভোট দিয়েই তৃণমূল এতদিন জিতে আসছে।

অন্যদিকে তৃণমূলের জেলার সাধারণ সম্পাদক বিশ্বনাথ সাহার বক্তব্য, মৃত ভোটারদের নাম ভোটার তালিকায় রাখার ক্ষমতা তৃণমূল বা রাজ্য সরকারের নেই, সেটা নির্বাচন কমিশন দেখে। বিজেপির অভিযোগ সম্পূর্ণ মিথ্যা।