Kalna Court: লাইটের ভোল্টেজ কম থাকায় ইলেকট্রিশিয়ানের গলা কেটেছিল, বুধবার যাবজ্জীবন কারাদণ্ড দিল আদালত

Kalna court: সালটা ২০১৯ এর ১১ই জুলাই। কালনা থানার রুকুসপুর গ্রামে ঝাপান মেলায় মাইক বাজানোর কাজ করছিলেন অভিজিৎ সিং।

Kalna Court: লাইটের ভোল্টেজ কম থাকায় ইলেকট্রিশিয়ানের গলা কেটেছিল, বুধবার যাবজ্জীবন কারাদণ্ড দিল আদালত
(নিজস্ব চিত্র)
Follow Us:
| Edited By: | Updated on: Nov 23, 2022 | 5:44 PM

কালনা: ধারাল অস্ত্র দিয়ে খুন। আরও দু’জনকেও খুনের চেষ্টা। দোষী প্রমাণিত হওয়ায় এক ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ড দিল কালনা আদালত (Kalna Court)। কালনা অতিরিক্ত জেলা দায়রা আদালতের বিচারক সুধীর কুমার বুধবার এই রায় দিয়েছেন। সালটা ২০১৯ এর ১১ই জুলাই। কালনা থানার রুকুসপুর গ্রামে ঝাপান মেলায় মাইক বাজানোর কাজ করছিলেন অভিজিৎ সিং। ওই যুবক দক্ষিণ দুর্গাপুরের বাসিন্দা। বিদ্যুতের ভোল্টেজ কমে যাওয়ার কারণে মাইক বন্ধ হয়ে গেলে স্থানীয় বাসিন্দা খোকন মাঝি অভিজিৎ সিংয়ের উপর চড়াও হয় বলে অভিযোগ ওঠে। এরপর ধারাল অস্ত্র দিয়ে অভিজিতের গলা কেটে দেয় সে। সঙ্গে থাকা আরও দু’জন রাজীব সিং ও পিকাই হালদারের উপরও ধারাল অস্ত্র নিয়ে আক্রমণ করে খোকন। এরপর স্থানীয়রা তিনজনকে কালনা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক অভিজিৎ সিংকে মৃত বলে জানায়।

এই ঘটনার পর কালনা থানায় অভিযোগ দায়ের করেন মৃতের বাবা প্রশান্ত সিং। পুলিশ ঘটনার তদন্তে নেমে খোকন মাঝিকে গ্রেফতার করে। এরপর পুলিশ, চিকিৎসক-সহ অন্যান্যদের নিয়ে মোট চব্বিশ জনের সাক্ষ্যগ্রহণ পর্ব শেষ হয়।

আজ দুপুরে কালনা অতিরিক্ত জেলা দায়রা আদালতের বিচারক যাবজ্জীবন জেলের সাজা শোনায়। যদিও, অভিযুক্তের আইনজীবী শুভ্র রায়ের দাবি যে, তাঁর মক্কেলকে ফাঁসানো হয়েছে। হাইকোর্টে যাবেন বলেও হুঁশিয়ারি দেন তিনি।