Bardhaman News: কারও জ্বর তো কারও বমি, মাদ্রাসায় ৬০ জন পড়ুয়া হঠার অসুস্থ

এরপর স্থানীয় বাসিন্দা, পুলিশ ও শিক্ষকরা মিলে তড়িঘড়ি অসুস্থ পড়ুয়াদের উদ্ধার করেন। শনিবার সন্ধ্যা নাগাদ তাঁদের গুসকরা প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসা শুরু হয়েছে। স্বাস্থ্য দফতর সূত্রে জানা গিয়েছে, অধিকাংশই স্থিতিশীল অবস্থায় রয়েছেন। তবে কয়েকজনকে পর্যবেক্ষণে রাখা হয়েছে।

Bardhaman News: কারও জ্বর তো কারও বমি, মাদ্রাসায় ৬০ জন পড়ুয়া হঠার অসুস্থ
একের পর এক আক্রান্তImage Credit source: Tv9 Bangla

| Edited By: অবন্তিকা প্রামাণিক

Nov 01, 2025 | 9:29 PM

বর্ধমান: একজন দুজন নয়। একসঙ্গে ষাট জন পড়ুয়া আক্রান্ত ডায়ারিয়ায়। আক্রান্তদের ভর্তি করা হয়েছে স্বাস্থ্য কেন্দ্রে। ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমানের আউশগ্রামের পিচকুড়ি নববিয়া মাদ্রাসায়। জানা যাচ্ছে, শনিবার প্রায় ৬০ জন আবাসিক পড়ুয়া একসঙ্গে অসুস্থ হয়ে পড়ে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, খাবারে বিষক্রিয়ার জেরেই এই ঘটনা ঘটেছে।

স্থানীয় সূত্রে খবর, প্রায় দু’শো জন আবাসিক পড়ুয়াকে নিয়ে পরিচালিত হয় মাদ্রাসাটি। শনিবার সকাল থেকেই একের পর এক পড়ুয়া অসুস্থ বোধ করতে শুরু করে। জ্বর,পেটে ব্যথা,বমি ও পাতলা পায়খানার উপসর্গ দেখা দেয়। এরপর বিকেল হতেই অসুস্থতার সংখ্যা ক্রমেই বাড়তে থাকে। হু-হু করে বাড়তে থাকে।

এরপর স্থানীয় বাসিন্দা, পুলিশ ও শিক্ষকরা মিলে তড়িঘড়ি অসুস্থ পড়ুয়াদের উদ্ধার করেন। শনিবার সন্ধ্যা নাগাদ তাঁদের গুসকরা প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসা শুরু হয়েছে। স্বাস্থ্য দফতর সূত্রে জানা গিয়েছে, অধিকাংশই স্থিতিশীল অবস্থায় রয়েছেন। তবে কয়েকজনকে পর্যবেক্ষণে রাখা হয়েছে। রাতে সাত জন আক্রান্তকে স্থানান্তরিত করা হয় বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে।
মাদ্রাসার সভাপতি সেখ আসরফ আলি বলেন, “শুক্রবার রাত থেকে দু’একজন পড়ুয়া অসুস্থ বোধ করতে শুরু করেন। আমরা সঙ্গে সঙ্গে তাঁদের চিকিৎসার ব্যবস্থা করি। সম্ভবত খাবারের কোনও সমস্যা থেকেই এমনটা হয়েছে। প্রশাসনের সঙ্গে যোগাযোগ করা হয়েছে।”