Patta Land: খাস জমি বাবা-মার নামে রেকর্ড, ‘আইন মেনেই হয়েছে’, দাবি তৃণমূল নেতার

Purba Bardhaman: পূর্ব বর্ধমানের গলসি ব্লক। সেখানে ভূমি দফতরের কাজ নিয়ে একাধিক অভিযোগ তুলেছেন জনসাধারণ।

Patta Land: খাস জমি বাবা-মার নামে রেকর্ড, 'আইন মেনেই হয়েছে', দাবি তৃণমূল নেতার
পাট্টা জমি নিজের নামে করার অভিযোগ (নিজস্ব চিত্র)
Follow Us:
| Edited By: | Updated on: Sep 27, 2022 | 6:51 PM

পূর্ব বর্ধমান: খাস জমি নিজের বাবা-মায়ের নামে পাট্টা রেকর্ড করে নেওয়ার অভিযোগ। কাঠগড়ায় প্রাক্তন পঞ্চায়েত সমিতির সভাপতি। আর এই বিষয়টি নিয়ে ভুরি-ভুরি অভিযোগ তুলেছেন সাধারণ মানুষ।

পূর্ব বর্ধমানের গলসি ব্লক। সেখানে ভূমি দফতরের কাজ নিয়ে একাধিক অভিযোগ তুলেছেন জনসাধারণ। এই বিষয়টি নিয়ে ক্ষুব্ধ হয়েছেন খোদ মুখ্যমন্ত্রীও। এই সবের মধ্যেই এবার গলসিতে প্রায় ৬৭ শতক খাসজমি নিজের বাবা-মায়ের নামে রেকর্ড করে নেওয়ার অভিযোগ উঠল গলসি ২ নম্বর পঞ্চায়েত সমিতির প্রাক্তন সভাপতি রুবিমণি কিস্কুর বিরুদ্ধে। এই ঘটনার বিরুদ্ধে ইতিমধ্যে সরব হয়েছেন তেঁতুলমুড়ি গ্রামের বাসিন্দারা। পাশাপাশি এই ঘটনা নিয়ে সরব হয়েছে বিরোধীরাও। গোটা বিষয়টি নিয়ে মুখ খুলেছে বিজেপি ও সিপিএম।

অপরদিকে, গ্রামবাসীরা অভিযোগ জানিয়ে বলেছেন, ‘গলসি ২ নম্বর পঞ্চায়েত সমিতির প্রাক্তন সভাপতি রুবিমণি কিস্কু তার সময়ে ওই দুর্নীতি করেছেন। ক্ষমতা ও টাকার বলে ওই জমির পাট্টা বের করে নিজের বাবা ও মায়ের নামে রেকর্ড করিয়েছেন রুবিমণি। ওই জমিটি এখনও তেঁতুল মুড়ি গ্রামের কয়েকজন চাষি চাষ করেন।’

বস্তুত, গলসি – শিকারপুর রোডের পাশে অবস্থিত ওই জমিটি। এখন তা স্থানীয় কৃষকদের দখলেই রয়েছে। তাঁরাই চাষবাস করেন বলে দাবি করেছেন এলাকাবাসী।গলসি ২ নম্বর ব্লকের বিএলআর প্রবোধ আঢ্য এই বিষয়ে প্রতিক্রিয়া দিতে অস্বীকার করেছেন। অপরদিকে, জেলা পরিষদের সহসভাধিপতি দেবু টুডু বলেন, ‘রবিমণি কিস্কু সৎ। কোনও বেআইনি কাজ করেননি।’ অপরদিকে, এ বিষয়ে রবিমণি কিস্কুর সঙ্গে ফোনে যোগাযোগ করা হলে তিনি জানান পাট্টার ‘বিষয়টি আইন মেনেই হয়েছে। দীর্ঘদিন ধরে ঐ জমি আমার পরিবারের লোকেরা চাষ করত। তাই তাদের নামেই ওই জমি পাট্টা করা হয়েছিল।’