TMC Leader: ‘কেন্দ্র পাওনা না মেটালে বিজেপিকে মিটিং করতে দেবেন না’, নিদান বর্ধমানের তৃণমূল নেতার

গুসকরায় তৃণমূলের বিজয়া সম্মিলনী সভায় বিতর্কিত মন্তব্যকে ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক তরজা।

TMC Leader: ‘কেন্দ্র পাওনা না মেটালে বিজেপিকে মিটিং করতে দেবেন না’, নিদান বর্ধমানের তৃণমূল নেতার
প্রতীকী ছবি
Follow Us:
| Edited By: | Updated on: Oct 15, 2022 | 10:04 PM

গুসকরা: বিজেপিকে মিটিং মিছিল করতে দেওয়া হবে না বলে নিদান দিলেন পূর্ব বর্ধমান জেলা পরিষদের সহসভাধিপতি তথা রাজ্য তৃণমূল কংগ্রেসের মুখপাত্র দেবু টুডু। যতক্ষণ না কেন্দ্র সরকার পাওনা টাকা দিচ্ছে ততক্ষণ বিজেপিকে মিটিং মিছিল করতে দেওয়া হবে না বলে কর্মীদের বার্তা দিলেন দেবু টুডু। পাশাপাশি তাঁর হুশিয়ারি, “মিটিং মিছিল করতে এলে ওদের ল্যাম্পপোস্টে বেঁধে রাখা হবে।”

শনিবার পূর্ব বর্ধমানের গুসকরায় তৃণমূল কংগ্রেসের বিজয়া সম্মিলনীর সভায় দেবু টুডু উপস্থিত ছিলেন। তিনি বলেন, “বিজেপি গরিব মানুষদের একশো দিনের কাজের টাকা আটকে রেখেছে। গরিব মানুষদের আবাস যোজনার টাকা আটকে রেখেছে। আমাদের পাওনা টাকা দিচ্ছে না। পাওনা টাকা না দিলে ওদের মিটিং মিছিল করতে দেওয়া হবে না। প্রতিবাদ করুন। ওরা মিটিং মিছিল করতে এলে বেঁধে রাখুন। আগে পাওনা  টাকা মেটাক। তারপর ওদের মিটিং মিছিল করতে দেওয়া হবে। আদিবাসী গরিব খেটে খাওয়া মানুষের টাকা আটকে রেখেছে বিজেপি সরকার।”

গুসকরায় তৃণমূলের বিজয়া সম্মিলনী সভায় বিতর্কিত মন্তব্যকে ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক তরজা। এই বক্তব্যের প্রেক্ষিতে বিজেপির জেলা সাধারণ সম্পাদক মৃত্যুঞ্জয় চন্দ্র বলেন, “তৃণমূল সরকার শিক্ষকদের চাকরি চুরি করেছে। এখন সে সব ধরা পড়ছে। সেই টাকা ওনাদের কাছ থেকে ফেরত চান। একশো দিনের কাজের হিসাব দেয়নি রাজ্য সরকার। আবাস যোজনার প্রকল্পের নাম পরিবর্তন করেছে। সেই কারণেই টাকা আটকে আছে।” উল্টে তৃণমূল নেতাদের ল্যাম্প পোস্টে, গাছে বেঁধে রাখার পরামর্শ দেন মৃত্যুঞ্জয় চন্দ্র।