Digha weather update: শিয়রে গভীর নিম্নচাপ, কী পরিস্থিতি দিঘায়? দেখুন ছবিতে

Digha weather update: কিছুদিন আগেই নিম্নচাপের জেরে সমুদ্রের উত্তাল চেহারা দেখা গিয়েছিল দিঘায়। ফের নিম্নচাপে বাড়ানো হল সতর্কতা।

| Edited By: | Updated on: Aug 19, 2022 | 1:45 PM
আবহাওয়া দফতরের পূর্বাভাস, আজ শুক্রবার বিকেলে পশ্চিমবঙ্গের সাগর দ্বীপ ও ওড়িশার বালেশ্বরের মধ্যে দিয়ে স্থলভাগে প্রবেশ করবে সেই অতি গভীর নিম্নচাপ। তার জেরে উপকূলে প্রবল ঝোড়ো হাওয়া বওয়ার সম্ভাবনা থাকছে।

আবহাওয়া দফতরের পূর্বাভাস, আজ শুক্রবার বিকেলে পশ্চিমবঙ্গের সাগর দ্বীপ ও ওড়িশার বালেশ্বরের মধ্যে দিয়ে স্থলভাগে প্রবেশ করবে সেই অতি গভীর নিম্নচাপ। তার জেরে উপকূলে প্রবল ঝোড়ো হাওয়া বওয়ার সম্ভাবনা থাকছে।

1 / 6
সর্বোচ্চ ৭৫ কিলোমিটার প্রতি ঘণ্টা বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে দুপুর থেকে রাতের মধ্যে। তাই সমুদ্র উত্তাল হতে পারে। সেই আশঙ্কা থেকেই সতর্কতা জারি হয়েছে উপকূলে। দিঘার সমুদ্রে নামার ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।

সর্বোচ্চ ৭৫ কিলোমিটার প্রতি ঘণ্টা বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে দুপুর থেকে রাতের মধ্যে। তাই সমুদ্র উত্তাল হতে পারে। সেই আশঙ্কা থেকেই সতর্কতা জারি হয়েছে উপকূলে। দিঘার সমুদ্রে নামার ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।

2 / 6
 শুক্রবার সকাল থেকেই সৈকতে মাইকিং করে সতর্কবার্তা জারি করার প্রক্রিয়া শুরু হয়েছে। যাতে কেউ সমুদ্রে না নামেন, সে ব্যাপারে সতর্ক রয়েছে প্রশাসন। কিছুদিন আগেই উত্তাল সমুদ্রে বিপদের মুখ থেকে কোনও ক্রমে ফিরে আসেন এক পর্যটক। মৎস্যজীবীদেরও সমুদ্রে নামতে নিষেধ করা হয়েছে।

শুক্রবার সকাল থেকেই সৈকতে মাইকিং করে সতর্কবার্তা জারি করার প্রক্রিয়া শুরু হয়েছে। যাতে কেউ সমুদ্রে না নামেন, সে ব্যাপারে সতর্ক রয়েছে প্রশাসন। কিছুদিন আগেই উত্তাল সমুদ্রে বিপদের মুখ থেকে কোনও ক্রমে ফিরে আসেন এক পর্যটক। মৎস্যজীবীদেরও সমুদ্রে নামতে নিষেধ করা হয়েছে।

3 / 6
আবহাওয়া দফতরের রিপোর্ট অনুযায়ী, দিঘা থেকে ১৯০ কিলো মিটার আর সাগরদ্বীপ থেকে ১৫০ কিলোমিটার দূরে অবস্থান করছে গভীর নিম্নচাপ। আগামী কয়েক ঘণ্টার মধ্যেই তা অতি গভীর নিম্নচাপে পরিণত হবে।

আবহাওয়া দফতরের রিপোর্ট অনুযায়ী, দিঘা থেকে ১৯০ কিলো মিটার আর সাগরদ্বীপ থেকে ১৫০ কিলোমিটার দূরে অবস্থান করছে গভীর নিম্নচাপ। আগামী কয়েক ঘণ্টার মধ্যেই তা অতি গভীর নিম্নচাপে পরিণত হবে।

4 / 6
দিঘায় আপাতত বৃষ্টি না হলেও মেঘের ঘনঘটা দেখা যাচ্ছে। শুধু দিঘা নয়, তাজপুর, মন্দারমনি, জুনপুট, পেটুয়াঘাট সহ সমগ্র উপকূলবর্তী এলাকায় সতর্কবার্তা জারি করা হয়েছে।

দিঘায় আপাতত বৃষ্টি না হলেও মেঘের ঘনঘটা দেখা যাচ্ছে। শুধু দিঘা নয়, তাজপুর, মন্দারমনি, জুনপুট, পেটুয়াঘাট সহ সমগ্র উপকূলবর্তী এলাকায় সতর্কবার্তা জারি করা হয়েছে।

5 / 6
জেলার ২৫টি ব্লকে নিজস্ব বিপর্যয় মোকাবিলা দলকে প্রস্তুত থাকতে বলা হয়েছে। কিন্তু ভাবাচ্ছে হলদিয়া মহকুমার নদী উপকূলবর্তী বেশ কিছু গ্রামের নদী বাঁধ।

জেলার ২৫টি ব্লকে নিজস্ব বিপর্যয় মোকাবিলা দলকে প্রস্তুত থাকতে বলা হয়েছে। কিন্তু ভাবাচ্ছে হলদিয়া মহকুমার নদী উপকূলবর্তী বেশ কিছু গ্রামের নদী বাঁধ।

6 / 6
Follow Us: