
পূর্ব মেদিনীপুর: কাঁসাই নদীর জল বিপদসীমা ছাড়াতেই পাঁশকুড়ার খোলা হল কন্ট্রোল রুম। সতর্ক করা হল স্কুল গুলিকেও। প্রয়োজনে খোলা হবে ত্রাণ শিবিরও। পাঁশকুড়ার কংসাবতী নদীর জল এই মুহূর্তে বিপদ সীমার উপর দিয়ে বইছে। শুধু তাই নয়, অতি বৃষ্টির ফলে কংসাবতী বাঁধের জল দফায় দফায় ছাড়া হচ্ছে যা আগামীতেও বজায় থাকবে। তাই আগাম সতর্কতা হিসেবে ইতিমধ্যে মঙ্গলবার রাত থেকে পাঁশকুড়া ব্লক অফিসে কন্ট্রোল রুম খোলা হয়েছে।
পাঁশকুড়া ব্লক প্রশাসনের নির্দেশ মত ব্লকের প্রতিটি গ্রাম পঞ্চায়েত অফিসে কন্ট্রোলরুম খোলার নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি নদী তীরবর্তী অঞ্চলে টহলদারির ব্যবস্থা করা হচ্ছে। পাঁশকুড়া ব্লক এলাকার সমস্ত স্কুলের প্রধান শিক্ষকদের বিদ্যালয় পরিদর্শকের এর মাধ্যমে বার্তা দেওয়া হয়েছে।
প্রয়োজনে ত্রাণশিবির হিসেবে ব্যবহার হতে পারে। পাঁশকুড়া ব্লকের কন্ট্রোল রুমের নাম্বার হল (03228-295360)।পাশাপাশি প্রয়োজন হলে নিজের গ্রাম পঞ্চায়েত অফিসে যোগাযোগ করবেন বলেও প্রশাসনের পক্ষে জানানো হয়েছে।
মঙ্গলবারের পর বুধবারও নিম্নচাপের প্রভাবে দফায় দফায় বৃষ্টি হচ্ছে। প্রবল বৃষ্টি চলছে পশ্চিমের জেলাগুলিতে। জল ছাড়ার পরিমাণ বাড়াচ্ছে ডিভিসি। সে কারণেই জুনের পর জুলাইয়েও প্লাবনের জোর আশঙ্কা থেকেই যাচ্ছে। সঙ্গে মৌসুমী অক্ষরেখা তো পুরোদমে সক্রিয় রয়েইছে। ফলে চিন্তা থাকছেই।