Municipal Election 2022: উৎসব নাকি ভোটের প্রস্তুতি বোঝা দায়, চোখ ধাঁধানো আয়োজনে মনোনয়ন জমা শাসকদলের!

Purba Medinipur Nomination: এদিন শাসকদল তৃণমূলের সিংহভাগ প্রার্থী মনোনয়ন দাখিল করেছেন। জেলা সভাপতি তরুণ মাইতি, উত্তম বারিক, পার্থ প্রতিম দাস,তরুণ জানা, মৃণাল দাস সহ নেতৃত্ব বৃন্দ এদিন মহকুমা শাসক দফতরে হাজির হয়েছিলেন।

Municipal Election 2022: উৎসব নাকি ভোটের প্রস্তুতি বোঝা দায়, চোখ ধাঁধানো আয়োজনে মনোনয়ন জমা শাসকদলের!
কাঁথিতে উৎসবের মেজাজে মনোনয়ন জমা (নিজস্ব ছবি)
Follow Us:
| Edited By: | Updated on: Feb 08, 2022 | 4:33 PM

পূর্ব মেদিনীপুর: কোথাও বাজঝে ঢাক, কোথাও আবার বাদ্যযন্ত্র। বোঝাই যাচ্ছে না যে ভোটের প্রস্তুতি চলছে নাকি অন্যকিছু! একেবারে উৎসবের আকারেই রাজ্যের হাই প্রোফাইল পৌরসভা কাঁথিতে মনোনয়ন পত্র জমা করলো তৃণমূল। মঙ্গলবার সকাল থেকে মনোনয়ন জমা নিয়ে রীতিমত উৎসবের মেজাজ তৈরি হয় এলাকায়। ঘাসফুল পতাকা,সবুজ আবির নিয়ে হাজারো সমর্থক নিয়ে কাঁথি মহকুমা শাসক দফতরের মনোনয়ন জমা দিতে আসেন শাসকদলের প্রার্থীরা।

জানা গিয়েছে , এদিন শাসকদল তৃণমূলের সিংহভাগ প্রার্থী মনোনয়ন দাখিল করেছেন। জেলা সভাপতি তরুণ মাইতি, উত্তম বারিক, পার্থ প্রতিম দাস,তরুণ জানা, মৃণাল দাস সহ নেতৃত্ব বৃন্দ এদিন মহকুমা শাসক দফতরে হাজির হয়েছিলেন। কড়া নিরাপত্তায় কাঁথি মহকুমা শাসক দফতর মুড়ে ফেলা হয়। উৎসবে আকারে তৃণমূল কর্মী সমর্থকরা তাঁদের প্রিয় প্রার্থীকে নিয়ে আসেন। তবে একজন প্রার্থী সুপ্রকাশ গিরি পারিবারিক সমস্যার কারণে আগামীকাল তথা বুধবার নমিনেশন জমা দেবেন বলে তৃণমূল সূত্রে জানা গিয়েছে।

Kanthi

ঢোক-ঢোল-বাজিয়ে চলছে মনোনয়ন জমা(নিজস্ব ছবি)

একেবারে কাঁথি শহরে সুসজ্জিত মিছিল করে কাঁথি মহকুমা শাসক দফতরে পৌঁছায় প্রার্থীরা। কোথাও তো আবার বাদ্যযন্ত্র বাজিয়ে প্রার্থীরা মনোনয়ন দাখিল করতে পৌঁছায়। তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি তরুণ কুমার মাইতি বলেন, “আসলে ব্যক্তি বড় নয়, পতীক বড়। কাঁথি পুরসভার সবকটি আসনে তৃণমূল কংগ্রেস জিতবে। অধিকারী পরিবার ধরাশায়ী হবে।”

পাল্টা তৃণমূল কংগ্রেসের বক্তব্যে কটাক্ষ করতে ছাড়েননি রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ভাই সৌমেন্দু অধিকারী বলেন, “দল যা সিদ্ধান্ত নিয়েছে তা মেনে নিয়েছি। ভারতীয় জনতা পার্টির প্রাইভেট লিমিটেড কোম্পানি নয়। দল যাকে প্রার্থী করেছে তার জন্যই আমরা মাঠে নামবো।” এরপর তিনি কটাক্ষ সুরে বলেন, “দাঁড়ালে বলবে পরিবার তন্ত্র চলছে ? না দাঁড়ালে বলবে হেরে যাওয়ার ভয়ে দাঁড়ালো না ? সব প্রশ্নের উত্তর দিল কী করে ?”

বাংলা টেলিভিশনে প্রথমবার, দেখুন TV9 বাঙালিয়ানা