Purulia: পুরুলিয়া পৌরসভায় ভাঙনের আঁচ? পুরপ্রধানের উপর ক্ষোভ বাড়ছে কাউন্সিলরদের, নেপথ্যে কী কারণ?

Purulia: সোমবার এই নতুন ঘোষণার পর থেকেই অসন্তোষ বাড়তে থাকে অন্যান্য কাউন্সিলরদের মধ্যে। তাঁদের দাবি, দীর্ঘদিন ধরে কাউন্সিলর থাকার পরেও তাঁদের গুরুত্ব দেওয়া হচ্ছে না।

Purulia: পুরুলিয়া পৌরসভায় ভাঙনের আঁচ? পুরপ্রধানের উপর ক্ষোভ বাড়ছে কাউন্সিলরদের, নেপথ্যে কী কারণ?
Follow Us:
| Edited By: | Updated on: Aug 03, 2022 | 10:00 PM

কলকাতা: পুরুলিয়া পৌরসভায় (Purulia Municipality) ভাঙনের আঁচ? কিন্তু কেন? সোমবার পৌরসভায় ঘোষিত হয় তিন চেয়ার ইন কাউন্সিলের নাম। সূত্রের খবর, তারপর থেকেই পৌরপ্রধান নব্যেন্দু মাহালীর বিরুদ্ধে ক্ষোভ বেড়েছে অন্যান্য কাউন্সিলরদের। এমনকী বিক্ষুব্ধ কাউন্সিলররা ইতিমধ্যেই মহকুমা শাসক বিমলেন্দু দাসের কাছে গিয়ে অভিযোগও জানিয়েছেন বলে জানা যাচ্ছে। বিক্ষুব্ধদের সাফ দাবি, পৌরসভায় তাঁরা যোগ্য সম্মান পাচ্ছেন না। এদিকে এ ঘটনায় স্বভাবতই চাপানউতর বেড়েছে জেলার রাজনৈতিক মহলে। 

এদিকে নতুন তিন চেয়ার ইন কাউন্সিলরের মধ্যে সমীরণ রায় পেয়েছেন জঞ্জাল পরিষ্কার, স্বাস্থ্য এবং পয়প্রণালীর দায়িত্ব বিভাগের দায়িত্ব। অন্যদিকে প্রদীপ দাগা পেয়েছেন পরিকল্পনা ও উন্নয়ন বিভাগের দায়িত্ব। আনোয়ারা বিবিকে দেওয়া হয়েছে বিদ্যুত এবং জল সরবরাহের দায়িত্ব। সোমবার এই নতুন ঘোষণার পর থেকেই অসন্তোষ বাড়তে থাকে অন্যান্য কাউন্সিলরদের মধ্যে। তাঁদের দাবি, দীর্ঘদিন ধরে কাউন্সিলর থাকার পরেও তাঁদের গুরুত্ব দেওয়া হচ্ছে না। এদিকে চেয়ার ইন কাউন্সিলদের শপথ গ্রহণ অনুষ্ঠানেও দেখা যায়নি তৃণমূলের সিংহভাগ কাউন্সিলরকেই। এদিকে সেসময় তাঁরা যান মহকুমা শাসকের বিমলেন্দু দাসের অফিসে। 

এদিকে কাউন্সিলরদের চাপা ক্ষোভ প্রসঙ্গে পুরুলিয়ার পৌরপ্রধান নবেন্দু মাহালীর সাফ বক্তব্য, “সবাইকেই আজকের অনুষ্ঠান সম্পর্কে বলা হয়েছিল। যাঁরা সময় পেয়েছেন তাঁরা এসেছেন। ক্ষোভ-বিক্ষোভ সব সবার ব্যক্তিগত বিষয়। কিন্তু, নিয়ম অনুযায়ী চেয়ারম্যান একজনই হবেন, ভাইস চেয়ারম্যানও একজনই হবেন। চেয়ার ইন কাউন্সিলর তিনজনই হবেন। সবাইকে পদ দেওয়া সম্ভব নয়।” এ প্রসঙ্গে তৃণমূল কাউন্সিলর রবি শংকর দাস বলেন, “কিছু ক্ষোভ আছে। আমরা সেগুলো দলের মধ্যে আলোচনা করছি। মহকুমা শাসককেও বলেছি। তবে অনস্থা নিয়ে এখনও কোনও প্রশ্ন উঠছে না। আমাদের সমস্ত কথা দলকে জানিয়েছি। দল যা সিদ্ধান্ত নেবে তা মাথা পেতে নেব।”