Purulia: ‘আমরা এখন ঘুমোচ্ছি’, পরিবারকে ফিরিয়েছিলেন নার্সিং স্টাফরা, সরকারি হাসপাতালে বিনা চিকিৎসায় শিশু মৃত্যুর অভিযোগ

Purulia: হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, গত সোমবার সকালে শ্বাসকষ্ট জনিত সমস্যা নিয়ে নিজের পাঁচ বছরের পুত্র সন্তান শিবম কুমারকে ভর্তি করান পুরুলিয়ার টামনা থানার কোটলোই গ্রামের বাসিন্দা রাজীব কুমার।

Purulia:   'আমরা এখন ঘুমোচ্ছি', পরিবারকে ফিরিয়েছিলেন নার্সিং স্টাফরা, সরকারি হাসপাতালে বিনা চিকিৎসায় শিশু মৃত্যুর অভিযোগ
পুরুলিয়া দেবেন মাহাতো হাসপাতাল (ফাইল ছবি)
Follow Us:
| Edited By: | Updated on: Aug 23, 2022 | 4:26 PM

পুরুলিয়া: ‘আমরা এখন ঘুমোচ্ছি’, সরকারি হাসপাতালের নার্সিং স্টাফদের কাছে যখন ছেলেকে বাঁচানোর আর্জি জানিয়েছেন, তখন নাকি এমনই উত্তর এসেছে বলে অভিযোগ। বিনা চিকিৎসায় শিশু মৃত্যুর অভিযোগ উঠল পুরুলিয়ার দেবেন মাহাতো সরকারি মেডিক্যাল কলেজ- হাসপাতালে। অভিযোগ, সোমবার শিশুটির বিষয়ে বার বার নার্সিং স্টাফদের জানানো হলে তাঁরা বলেন, ‘আমরা এখন ঘুমাচ্ছি।’ ঘটনার প্রতিবাদে হাসপাতাল কর্তৃপক্ষকে লিখিত অভিযোগ করেছেন মৃত শিশুর পরিবরের সদস্যরা।

হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, গত সোমবার সকালে শ্বাসকষ্ট জনিত সমস্যা নিয়ে নিজের পাঁচ বছরের পুত্র সন্তান শিবম কুমারকে ভর্তি করান পুরুলিয়ার টামনা থানার কোটলোই গ্রামের বাসিন্দা রাজীব কুমার। তাঁর অভিযোগ, ভর্তির পর শ্বাসের সমস্যায় হাসপাতালের বিছানায় ছটপট করছিল তাঁর ছোট্ট ছেলে। অভিযোগ, সমস্যা নিয়ে বার বার ওয়ার্ডে বলা হলেও কোন চিকিৎসক আসেননি।  এমনকি রাতেও ডাকা হলে নার্সিং স্টাফদের তরফে বলা হয়, ‘আমরা এখন ঘুমোচ্ছি।’ ভয়ঙ্কর অভিযোগ করা হচ্ছে শিশুটির পরিবারের তরফে।

অভিযোগ, রাতভর কার্যত বিনা চিকিৎসাতেই ছটফট করছিল শিশুটি। অবশেষে মঙ্গলবার ভোরে বিনা চিকিৎসায় মৃত্যু হয় তার। শোকাহত শিশুটির পরিজনরা।  এতটাও শোকস্তব্ধ, কথা বলার মতো পরিস্থিতিতেও ছিলেন না শিশুটির বাবা-মা। পরিবারের বাকি সদস্যরা হাসপাতালে বিক্ষোভ দেখান।

শিশুটির বাবা কাঁদতে কাঁদতে বললেন, “ভর্তি হওয়ার পর কেবল ডাক্তার দেখেছিলেন। তারপর আর দেখেনি। স্যালাইন চলছিল। ওর খিদে পেয়েছিল। বারবার বলছিল খাব।আমরা ডাকি, কিন্তু কেউ আসেনি।” শিশুটির জ্যেঠু বলেন, “ডাক্তার আসছিলেন না আমরা বলতে গেলে নার্সিং স্টাফরা বলেন, আমরা ঘুমোচ্ছি, আমরা কিছু বলতে পারব না। ডাক্তারবাবু এসে বলবেন।”

জেলায় মেডিক্যাল কলেজ হলেও চিকিৎসা ব্যবস্থা একেবারে ভেঙে পড়েছেন বলে উষ্মা প্রকাশ করেন সিপিএম নেতৃত্ব। হাসপাতালের এমএসভিপি চিকিৎসক সুকোমল বিষয়ী বলেন, “ঘটনার তদন্ত করা হচ্ছে। খতিয়ে দেখা হচ্ছে অভিযোগ।”