Siddiqullah Chowdhury: ‘রামায়ণ পড়লে ভাল মানুষ হবে’, পরামর্শ সিদ্দিকুল্লার

Siddiqullah Chowdhury: সম্প্রতি ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবীর দাবি করেছেন, মুর্শিদাবাদের বেলডাঙায় তিনি বাবরি মসজিদ তৈরি করবেন। সেই বিষয়েও প্রশ্ন করা হয় সিদ্দিকুল্লাকে।

Siddiqullah Chowdhury: 'রামায়ণ পড়লে ভাল মানুষ হবে', পরামর্শ সিদ্দিকুল্লার
সিদ্দিকুল্লা চৌধুরীImage Credit source: TV9 Bangla
Follow Us:
| Edited By: | Updated on: Dec 11, 2024 | 11:06 PM

মুর্শিদাবাদ: বেলডাঙায় কি তাহলে বাবরি মসজিদ হচ্ছে? এই প্রশ্নের কোনও উত্তর দিলেন না রাজ্যের মন্ত্রী সিদ্দিকুল্লা চৌধুরী। তাঁর কথায়, এটা হল ‘লুজ টক’। তিনি এই ধরনের মন্তব্য করেন না বলেও দাবি করেছেন গ্রন্থাগার মন্ত্রী সিদ্দিকুল্লা। বহরমপুরে বইমেলার উদ্বোধনে গিয়ে এই মন্তব্য করেন তিনি। সম্প্রতি ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবীর দাবি করেছেন, মুর্শিদাবাদের বেলডাঙায় তিনি বাবরি মসজিদ তৈরি করবেন। সেই বিষয়টায় গুরুত্বই দিলেন না সিদ্দিকুল্লা। অন্যদিকে, বিজেপি নেতাদের রামায়ণ পড়ার পরামর্শ দিলেন তিনি।

এদিন বিজেপিকে আক্রমণ করতে গিয়ে সিদ্দিকুল্লা বলেন, “ওরা সংবিধান পড়েনি, তাই খারাপ কথা বলে। কাঁচা কাঁচা গালি দেয়। লেখাপড়া শিখলে দিত না। ওরা মহাভারত পড়েছে? রামায়ণ পড়েছে? গীতা পড়েছে? সিদ্দিকুল্লা চৌধুরী পড়তে বলছে। পড়লে আর গালাগালি দেবে না, ভাল মানুষ হবে।”

বাংলাদেশ প্রসঙ্গে সিদ্দিকুল্লা বলেন, “এই বিষয়ে ভারত সরকারের যা মত, আমারও সেই একই মত। বাংলাদেশে যে ঘটনা ঘটেছে, সেখানে দু’একজন খারাপ আছে, তাই বলে সবাই খারাপ নয়।”

এই খবরটিও পড়ুন

তবে বেলডাঙার বাবরি মসজিদ প্রসঙ্গে কোনও মন্তব্য করতে রাজি হননি তিনি। স্পষ্ট বলেন, “এটা আমার সাবজেক্ট নয়। আমরা এরকম লুজ টক করি না।” উল্লেখ্য, ইসলাম ধর্মাবলম্বীদের আবেগকে মাথায় রেখেই মসজিদ গড়ার ঘোষণা করেছেন হুমায়ুন কবীর।