Baruipur: ‘ডাক্তারের’ গাড়িতে ভিতরে ভিতরে এত কাণ্ড! মাঝরাতে পুলিশ ধরতেই সব সামনে চলে এল

TV9 Bangla Digital | Edited By: জয়দীপ দাস

Nov 23, 2024 | 3:18 PM

Baruipur: বারুইপুরের এসডিপিও অতীশ বিশ্বাস জানাচ্ছেন, গাড়িটি বালাসোর থেকেই আসছিল। যাওয়ার কথা ছিল ক্যানিংয়ের দিকে। কিন্তু, গাড়ি কার তা খতিয়ে দেখা হচ্ছে। কোথায় আর কোন উদ্দেশ্যে মাদক নিয়ে যাওয়া হচ্ছিল তাও খতিয়ে দেখা হচ্ছে।

Baruipur: ‘ডাক্তারের’ গাড়িতে ভিতরে ভিতরে এত কাণ্ড! মাঝরাতে পুলিশ ধরতেই সব সামনে চলে এল
রাতেই গাড়ি আটকাল পুলিশ
Image Credit source: TV 9 Bangla

Follow Us

বারুইপুর: গাড়িতে লাগানো চিকিৎসকের স্টিকার। দূর থেকে দেখলে ভিতরে কী চলছে বোঝার উপায় নেই। কিন্তু, পুলিশে অভিযানে সেই গাড়িরই দরজা খুঁড়তেই একেবারে যেন কেঁচো খুড়তে কেউটে। চোখ কপালে উঠে গেল পুলিশ কর্মীদের। দেখা গেল গাড়ির মধ্যে থরেথরে সাজানো রয়েছে গাঁজা। সঙ্গে প্রচুর নগদ। চাঞ্চল্যকর ঘটনা বারুইপুরে। উদ্ধার হল প্রায় ১২০ কেজি গাঁজা। যার আনুমানিক বাজারমূল্য প্রায় ১২ লক্ষ টাকা। 

শুক্রবার রাতে বারুইপুর থানা এলাকার কুরালি মোড়ে নাকা চেকিং চালাচ্ছিল পুলিশ। তখনই তল্লাশি চলানো হয় ‘চিকিৎসক’ স্টিকার লাগানো একটি প্রাইভেট গাড়িতে। ওই গাড়ি থেকেই উদ্ধার হয় এই বিপুল পরিমাণের গাঁজা। সঙ্গে উদ্ধার হয় ১ লক্ষ ৮৮ হাজার টাকা নগদ। কোথা থেকে এই গাঁজা আসছে, কারা জড়িত তাঁর তদন্ত শুরু করে দেয় পুলিশ। ওড়িশার বালাসোরের বাসিন্দা বাসন্তী সেনাপতি-সহ গাড়ি চালক দেবনাথ নস্কর, শৌভিক বৈদ্য ও কার্তিক নস্করকে গ্রেফতার করে পুলিশ। এরমধ্যে শৌভিক ক্যানিংয়ের বাসিন্দা, কার্তিক কুলতলির বাসিন্দা বলে জানা যাচ্ছে। 

মাদক সংক্রান্ত নির্দিষ্ট ধারায় মামলা রুজুর পর শনিবারই ধৃতদের বারুইপুর আদালতে তোলা হচ্ছে। বারুইপুরের এসডিপিও অতীশ বিশ্বাস জানাচ্ছেন, গাড়িটি বালাসোর থেকেই আসছিল। যাওয়ার কথা ছিল ক্যানিংয়ের দিকে। কিন্তু, গাড়ি কার তা খতিয়ে দেখা হচ্ছে। কোথায় আর কোন উদ্দেশ্যে মাদক নিয়ে যাওয়া হচ্ছিল তাও খতিয়ে দেখা হচ্ছে। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, পাচারই ছিল মূল উদ্দেশ্য।

Next Article