Tarakeswar Accident: সম্প্রীতি উড়ালপুলে দুর্ঘটনা, তারকেশ্বর যাওয়ার পথে গাড়ি উল্টে গুরুতর আহত ১৪ পুণ্যার্থী

Maheshtala: স্থানীয় সূত্রে খবর, গাড়িটিতে কুড়ি জনের মতো পুণ্যার্থী ছিলেন। তাঁরা তারকেশ্বরের উদ্দেশে রওনা দিয়েছিলেন।

Tarakeswar Accident: সম্প্রীতি উড়ালপুলে দুর্ঘটনা, তারকেশ্বর যাওয়ার পথে গাড়ি উল্টে গুরুতর আহত ১৪ পুণ্যার্থী
বাস উল্টে দুর্ঘটনা (নিজস্ব ছবি)
Follow Us:
| Edited By: | Updated on: Aug 10, 2022 | 10:24 AM

তারকেশ্বর: শ্রাবণ মাসে পুজো দিতে তারকেশ্বরের উদ্দেশে রওনা দিয়েছিলেন প্রায় কুড়ি জনের মতো পুণ্যার্থী। সেই সময় ঘটল অঘটন। পথে মহেশতলায় সম্প্রীতি উড়ালপুলের কাছে আসতেই পথ দুর্ঘটনায় উল্টে গেল গাড়ি। আহত প্রায় ১৪ জন।

স্থানীয় সূত্রে খবর, গাড়িটিতে কুড়ি জনের মতো পুণ্যার্থী ছিলেন। তাঁরা তারকেশ্বরের উদ্দেশে রওনা দিয়েছিলেন। এরপর মহেশতলার সম্প্রীতি উড়ালপুলে মোল্লার গেটের কাছে পিছনের একটি চাকা ফেটে উল্টে যায় সেটি। গাড়িতে থাকা প্রত্যেকেই কম-বেশি আহত হয়েছেন বলে খবর পাওয়া গিয়েছে। তার মধ্যে ১৪ জনের অবস্থা গুরুতর। খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছছে মহেশতলা থানার পুলিশ। আহতদের উদ্ধার করে বজবজ ইএসআই হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

হাসপাতাল সূত্রে খবর, আহতদের মধ্যে আট জনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাঁদের বেহালা বিদ্যাসাগর হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। অরূপ কুমার মণ্ডল নামে  আহত এক পুণ্যার্থী বলেন, ‘আমরা তারকেশ্বর যাচ্ছিলাম। সেই সময় গাড়ির টায়ার ফেটে গিয়েছে। অর্ধেকের বেশি মানুষ আহত হয়েছেন। আমার কাঁধে, হাতে, মাথায় চোট লেগেছে।’ ঘটনার বিষয়ে গাড়ির চালক জানান, ‘গাড়ি দ্রুতগতিতে যাচ্ছিল। যেতে-যেতে আচমকা গাড়ির পিছনের চাকা ফেটে যায়। তারপরই ব্রিজের উপরে গাড়ি উল্টে যায়। প্রায় আঠারো-কুড়ি জন গাড়িতে ছিলেন।’ আরও এক যাত্রী বলেন, ‘প্রথম থেকে সব ঠিকই চলছিল। ব্রিজের উপর উঠে যাচ্ছিলাম। সেই সময় মোল্লার গেটের সামনে চাকা ফেটে গাড়িটা উল্টে গেল।’

বস্তুত, কয়েকদিন আগেও তারকেশ্বরে পুজো দিতে গিয়ে রহস্যজনকভাবে মৃত্যু হয় এক মহিলার। স্নান করে ওঠার পর প্ল্যাটফর্মেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। তাঁর বাড়ি পশ্চিম মেদিনীপুর জেলার খড়গপুরের কাঁটাগেরিয়ায়। পরিবার সূত্রে জানা গিয়েছে, শ্রাবনের চতুর্থ সোমবার খড়গপুর থেকে একটি বাস ৬৫ জন যাত্রী নিয়ে তারকেশ্বর মন্দিরে পুজো দিতে আসে। ১২ বছরের ছেলেকে নিয়ে তারকেশ্বরে এসেছিলেন স্বপ্না। এরপর সকালে তারকেশ্বর মন্দিরে পুজো দেওয়ার কথা ছিল তাঁর। পরে ঘটে যায় অঘটন।